জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শুধু ন্যাকামো আর হুড়মুড়িয়ে ডায়লগ বলা! ‘আনন্দী’-তে অন্বেষার অভিনয় দেখে চরম অ’সন্তুষ্ট দর্শকরা!

টেলিভিশন পর্দার একের পর এক নতুন সিরিয়াল দর্শক মন দখল করে। আবার কোন ধারাবাহিকের গল্প অপছন্দ হলে দর্শক বলতেও ছাড়েন না। বেশ কিছুদিন আগে জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে নতুন ধারাবাহিক আনন্দী (Anondi)। এই
ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। তবে অন্বেষার অভিনয় দেখে অসন্তুষ্ট দর্শক। জুটি ফেরালেই হলো না, ভালো গল্প চাই বলছেন দর্শক

অভিনেত্রী অন্বেষা দর্শকমহলে প্রভূত জনপ্রিয়তা পেয়েছিলেন জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে অভিনয় করে। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা ঋত্বিক মুখার্জি। এই জুটির রসায়ন যেন এখনো পর্যন্ত সবার চোখে লেগে রয়েছে। ‘এই পথ যদি না শেষ হয়’ সমাপ্ত হবার পর ঋত্বিক আর অন্বেষা দুজনেই দুই ভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন। ‌

তবে দর্শকদের চাহিদা মেনে আবার এই জুটিকে ফিরিয়ে এনেছে জি বাংলা। জি বাংলার পর্দায় সদ্য শুরু হওয়া আনন্দী ধারাবাহিকে কামব্যাক করেছে উর্মী-সাত্যকী জুটি। তবে এখন তারা নতুন নাম নিয়ে আদি-আনন্দী জুটি। যদিও যতটা হিট হওয়ার কথা ছিল, ততটা নজর কাড়ছে না জি বাংলার আনন্দী।

দর্শকদের মত, পুরনো জুটিকে ফিরিয়ে আনলেই একটা ধারাবাহিককে হিট করা যায় না। তার জন্য দরকার একটা ভালো গল্প। আর সেই ভালো গল্পের অভাব যেন ফুটে উঠছে আনন্দীতে। পাশাপাশি, ধারাবাহিকে আনন্দী চরিত্রে অন্বেষার অভিনয় দেখে সন্তুষ্ট নন দর্শক। তাঁদের কথায়, অন্বেষার দ্রুত ডায়লগ বলা আর ন্যাকামো ভালো লাগছে না!

স্টার জলসার গীতা এলএলবির প্রতিপক্ষ রূপে জি বাংলায় আত্মপ্রকাশ করেছে আনন্দী। তাই শক্তপোক্ত প্লট ও অভিনয় থাকা প্রয়োজন। আর তা না হলে বারবার গীতার কাছে হার মানবে আনন্দী। জলসার হিট মেগার বিপরীতে দাঁড়িয়ে দর্শকদের খুশি করে তোলা আনন্দীর কাছে এখন চ্যালেঞ্জ। আদি-আনন্দী জুটি কতটা পুরনো জনপ্রিয়তা ফিরে পেতে পারে, এখন সেটাই দেখার।

TollyTales NewsDesk