জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সুপায়নের মুখোশ খুলল আনন্দী! প্রতিশোধের খেলায় লাহিড়ী বাড়িতে চরম অশান্তি

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ ( Anondi ) বর্তমানে টিআরপি তালিকায় নজরকাড়া ফলাফল করছে। প্রতিটি পর্বে নতুন নতুন টুইস্ট দর্শকদের মুগ্ধ করে চলেছে। সদ্য সম্প্রচারিত পর্বে আনন্দীর সাহসী পদক্ষেপ ও সুপায়নের কুকীর্তি প্রকাশ্যে আসার ঘটনায় নাটকীয়তা তুঙ্গে পৌঁছেছে। সকল বাধা পেরিয়ে নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে আদি-আনন্দী জুটি। তবে, সুপায়নের প্রতিশোধস্পৃহা কি নতুন বিপদ ডেকে আনবে?

গত পর্বে পার্টির মাঝেই আনন্দী সুপায়নের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সবাইকে অবাক করে দেয়। সুপায়নের দুর্নীতির প্রমাণ তুলে ধরতে আনন্দী নিজের ফোন বড় স্ক্রিনে কানেক্ট করতে বলে। এরপরই স্ক্রিনে ভেসে ওঠে সুপায়নের নিজের মুখে তার অপকর্মের স্বীকারোক্তি। ভেন্ডারের মাধ্যমে নিম্নমানের উপাদান দিয়ে রান্নার ভিডিও সামনে আসতেই অনিরুদ্ধ সুপায়নকে মেডিনেস থেকে এবং লাহিড়ী বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তবে নন্দিনীর কথায় সুপায়নকে বাড়িতে থাকার সুযোগ দেওয়া হলেও আনন্দীকে সে ছেড়ে দেওয়ার পাত্র নয়।

Anondi, Anondi Today Episode, Anondi Today Episode 11 January, Zee Bangla, Bengali Serial, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, আনন্দী আজকের পর্ব,

আনন্দী আজকের পর্ব ১২ জানুয়ারি (Anondi Today Episode 12 January)

আজকের পর্বে জানা যাবে, সুপায়ন কেন লাহিড়ী বাড়িতে এসেছে এবং তার প্রতিশোধ পরিকল্পনার রহস্য। আসলে, কয়েক বছর আগে অনিরুদ্ধর ভুলে একটি রোগীর মৃত্যু হয়। নিজেকে বাঁচাতে অনিরুদ্ধ সুপায়নের বাবাকে ফাঁসিয়ে দেয়। অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন সুপায়নের বাবা। বাবার অপমানের বদলা নিতে অয়ন্তিকাকে বিয়ে করে লাহিড়ী বাড়িতে ঢুকেছে সুপায়ন। অন্যদিকে, আনন্দী কীভাবে ভিডিওটি পেল তা নিয়ে আদির মনে সংশয় তৈরি হয়।

আনন্দী জানায়, একটি অজানা নম্বর থেকে ভিডিওটি পাঠানো হয় এবং সেই ব্যক্তি দেখা করতে বলেছিল। ঠিকানা অনুসারে আদি ও আনন্দী গিয়ে দেখে, সেখানে উপস্থিত আনন্দীর দাদা ও বৌদি। তাদের নতুন চালেই এই ঘটনা ঘটেছে। তারা বোনের মনে জায়গা করে নিতে এবং সুপায়নের মুখোশ খুলতে সাহায্য করেছে। এই ঘটনায় এক ঢিলে দুই পাখি মারা হয়েছে বলেই মনে হয়।

পরবর্তী দৃশ্যে দেখা যায়, মেডিনেসে মিডিয়ার ভিড় জমে যায় এবং খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে। পরিস্থিতি সামাল দিতে নন্দিনী ও অনিরুদ্ধ নতুন ভেন্ডার থেকে উপাদান নেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, আনন্দীর মাথায় আবার নতুন করে ‘টেস্টি টামি’ শুরুর পরিকল্পনা আসে। তবে বিজয়া এতে একেবারেই রাজি নয়। এবার দর্শকদের অপেক্ষা, আনন্দীর নতুন উদ্যোগ কি সফল হবে?

Ratna Adhikary