জি বাংলার (Zee Bangla)জনপ্রিয় ধারাবাহিক “আনন্দী” (Anondi) এক সামাজিক বার্তা নিয়ে দর্শকদের মন জয় করে চলেছে। গল্পটি আনন্দী নামের এক মেয়েকে কেন্দ্র করে, যে তার বুদ্ধি ও সাহসিকতা দিয়ে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে। বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্কের ওঠাপড়া, চক্রান্ত, আর সত্য উদঘাটনের এই গল্পে নিয়মিত চমক দেখানো হয়। ৬ ডিসেম্বরের পর্বেও ছিল তেমনই একটি টানটান উত্তেজনার মুহূর্ত।
আনন্দী আজকের পর্ব ৬ ডিসেম্বর। Anondi today episode 6 December
আনন্দী তার কাকিমার সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে বাড়ির মহিলা সদস্যদের নিয়ে একটি পরিকল্পনা করে। কাকিমার চক্রান্তের সত্য উদঘাটনের জন্য তারা রাতের বেলায় তার ওপর নজর রাখে। প্রথমদিকে আদি এই পরিকল্পনার সঙ্গে একমত না হলেও পরে বুঝতে পারে যে আনন্দীর সন্দেহ অমূলক নয়। নিজের স্ত্রীকে সমর্থন জানিয়ে তিনিও এই অভিযানে শামিল হয়।
এদিকে কাকিমা নন্দিনীকে ফোন করে আসল সোনার হার নিজের কাছে থাকার কথা জানায়। নন্দিনী এই তথ্যকে কাজে লাগিয়ে আনন্দীকে অপদস্থ করার নতুন পরিকল্পনা করে। সে বলে, মায়ের গলায় হার পরানোর সময় সেটা নকল বলে দাবি করতে হবে এবং সত্যতা যাচাই করে প্রমাণ করতে হবে। এর আগে, আসল হার লুকিয়ে ফেলার নির্দেশ দেয় নন্দিনী।
নন্দিনীর নির্দেশমতো, কাকিমা বাড়ির বাগানে একটি গাছের নিচে হার লুকিয়ে রাখে। কিন্তু তার এই কর্মকাণ্ড আনন্দী ও আদি নিজের চোখে দেখে ফেলে। তাদের উপস্থিতি ও চতুরতায় কাকিমার ষড়যন্ত্র ক্রমশ প্রকাশ পেতে শুরু করে। আনন্দী ও আদি ঠিক করে, পরিকল্পনাটি ধরে ফেললেও পরের দিনের বড় মুহূর্তের জন্য অপেক্ষা করবে।
আরও পড়ুন: পর্ণা অতীত, নিম ফুলে এবার মূল নায়িকা পুঁটি! নায়ক হচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা
পুজোর দিন সকালে কাকিমা সবার সামনে দাবি তোলে যে মায়ের গলায় যে হার পরানো হয়েছে তা নকল। তার সঙ্গে উপস্থিত হয় নন্দিনী ও এক পরীক্ষক। তবে আনন্দী জানে, সত্যের জয় হবে। দর্শকদের জন্য এই মুহূর্ত ছিল এক অনন্য উপভোগ। গল্পটি শেষ হয় নন্দিনী ও কাকিমার চক্রান্তের আরও একটি স্তরের উন্মোচনের সম্ভাবনা নিয়ে।