টেলিভিশন ধারাবাহিকের জগতে হাজার পর্ব ছোঁয়া মানেই বিশাল সাফল্য। ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সেই মাইলফলক স্পর্শ করল, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শক্তিশালী গল্প, আবেগময় মুহূর্ত এবং চরিত্রগুলোর প্রতি দর্শকদের গভীর সংযোগ—এই সব কিছুই ধারাবাহিকটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। কিন্তু এই সাফল্যের মাঝেই উঠে আসছে এক অন্য রকম আক্ষেপ—‘মিঠাই’ (Mithai) কি পারত না ১০০০ পর্ব পেরোতে?
মিঠাই বাংলা টেলিভিশনের ইতিহাসে অন্যতম আইকনিক সিরিয়াল। এর জনপ্রিয়তা এতটাই ছিল যে, বহুদিন টিআরপি তালিকার শীর্ষে ছিল এই ধারাবাহিক। মিঠাই আর ও সিদ্ধার্থের জার্নি, উচ্ছেবাবু ও মিঠাইরানী খুনসুটি, হল্লাপার্টির কোলাহল, মোদক পরিবার, মন ছুঁয়ে যাওয়া গল্প—সব কিছুই মিঠাইকে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছিল। কিন্তু মাত্র ৮৭৪ পর্বেই এটি আচমকা শেষ করে দেওয়া হয়, যা মিঠাই ভক্তরা আজও মেনে নিতে পারেননি। তাদের দাবি সুবিচার পাইনি এই ধারাবাহিক।

অনুরাগের ছোঁয়ার ১০০০ পর্ব উদযাপনের খবরের মাঝেই সেই দুঃখ যেন আরও গভীরভাবে ফিরে আসছে মিঠাইপ্রেমীদের মনে। পারিবারিক মেলবন্ধনের অসামান্য নিদর্শন প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীদের সমাহার ও সর্বোপরি দর্শকদের ভালোবাসা সত্বেও মিঠাই ১০০০ পর্ব ছুতে পারেনি। একজন দর্শকের মন্তব্যই তার প্রমাণ—”মিঠাই শুধু সেরিয়াল নয়, এটা একটা আবেগ। ১০০০ পর্ব অনায়াসে যেতে পারত, কিন্তু হঠাৎ শেষ করে দেওয়া হল!
অথচ অনুরাগের ছোঁয়া পারল ১০০০ ছুঁতে!” এমন অনেক মিঠাই ভক্ত আছেন, যারা আজও মনে করেন, যদি ধারাবাহিকটির প্রতি আরেকটু সুবিচার করা হত, তাহলে মিঠাইও আজ একইভাবে এই মাইলফলক উদযাপন করত। আজও মিঠাইয়ের জনপ্রিয়তা ঠিক আগের মতই আছে। সম্প্রতি এক খবর অনুযায়ী “এসো মা লক্ষ্মী”র পর এবার জি বাংলা “মিঠাই” পুনঃপ্রচার করতে চলেছে। আজও মিত্তির বাড়িতে আদৃতকে গুলিয়ে ফেলা হয় সিদ্ধার্থের সাথে।
আরও পড়ুনঃ সূর্য-দীপার গল্প ছুঁলো ১০০০ পর্ব! কেক কেটে সেলিব্রেশনে মাতোয়ারা টিম ‘অনুরাগের ছোঁয়া’! আনন্দে শামিল ছোট্টো সোনা-রূপা
এছাড়াও সম্প্রতি সৌমিতৃষাকে মিঠাই অবতারে মিষ্টি বানাতেও দেখা গেছে এক ভিডিওতে। এই ঘটনাগুলোই মনে করিয়ে দেয়, শুধুমাত্র জনপ্রিয়তা থাকলেই একটি সিরিয়াল দীর্ঘ সময় ধরে চলবে, তার কোনো নিশ্চয়তা নেই।অনেক সময় নানা কারণে চ্যানেল বা প্রোডাকশন হাউস জনপ্রিয় শো বন্ধ করে দেয়। মিঠাইয়ের ক্ষেত্রেও সেটাই ঘটেছিল, যা আজও দর্শকদের মনে ক্ষত তৈরি করে রেখেছে।
অনুরাগের ছোঁয়ার এই বড় অর্জন সেই পুরনো আক্ষেপকে নতুন করে উসকে দিয়েছে। তবে মিঠাই ভক্তরা আজও বিশ্বাস করেন, ভালো গল্প এবং আবেগ থাকলে কোনো সিরিয়াল কখনো পুরনো হয় না। অনুরাগের ছোঁয়া হয়তো ১০০০ পর্ব ছুঁয়েছে, কিন্তু মিঠাই যে এখনও বাঙালি দর্শকদের মনে এক আলাদাই জায়গা নিয়ে আছে, তা অস্বীকার করা যায় না।