জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দু’চ্যানেলে বড় ধাক্কা! শেষ হয়ে যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ আর ‘জগদ্ধাত্রী’? স্টার জলসা এবং জি বাংলার টিআরপি টক্করের মাঝেই ফাঁস ধারাবাহিক শেষ হওয়ার সম্ভাব্য তারিখ!

বাংলা ধারাবাহিক এখন ঘরের অন্দরেই বিনোদনের অন্যতম বড় ভরসা। প্রতিদিন সন্ধ্যা নামলেই টিভির সামনে বসেন অসংখ্য দর্শক। চরিত্রগুলোর সুখ-দুঃখ, সম্পর্কের টানাপোড়েন কিংবা গল্পের মোড়—সবকিছুই আজকের দিনে বাংলার দর্শকের সঙ্গে যেন মিশে গেছে। ফলে বাংলা ধারাবাহিক কেবল বিনোদন নয়, বহু পরিবারের রোজকার অভ্যাসের অংশ হয়ে উঠেছে।

একেকটি ধারাবাহিকের জনপ্রিয়তাও তাই আকাশছোঁয়া। বহু সিরিয়াল আছে যেগুলোর একটা চরিত্র বা একটি গল্পের টানেই মানুষ বছরের পর বছর দেখেন। নায়ক-নায়িকার রসায়ন হোক বা বিরোধী চরিত্রের কূটবুদ্ধি—দর্শকের আগ্রহ কখনও কমে না। কিছু ধারাবাহিক তো এমনভাবে মানুষের মনে জায়গা করে নেয় যে তার প্রতিটি পর্ব, প্রতিটি মোড় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পর্যন্ত আলোচনা চলতেই থাকে।

এই জনপ্রিয়তার দৌড়ে সবচেয়ে বড় টক্কর সব সময় থাকে বাংলার দুই শীর্ষ চ্যানেলের—স্টার জলসা এবং জি বাংলা। কোন চ্যানেলের গল্প বেশি জমবে, কার শো কতটা টিআরপি তুলবে, সেটাই মূল লড়াই। দুই চ্যানেলই একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে আসে দর্শকদের আকর্ষণ করার জন্য। ফলে টেলিভিশনের পাতাতেই যেন প্রতিদিন নতুন প্রতিযোগিতা শুরু হয়।

সূত্রের খবর অনুযায়ী, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ আগামী ৩০ নভেম্বর শেষ হলে মোট পর্ব সংখ্যা দাঁড়াবে ১২৪৫টি। অন্যদিকে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ শেষ হবে ৭ ডিসেম্বর, আর সেই ধারাবাহিকের মোট পর্ব হবে ১১৯৪টি। সংখ্যার দিক থেকে দেখলে এখানেও ‘অনুরাগের ছোঁয়া’ একটু এগিয়েই থাকল।

এই পর্বসংখ্যা বা শেষ হওয়ার তারিখ এখনই নিশ্চিত তথ্য নয়। সূত্র মারফত জানা যাচ্ছে, তাই শেষ পর্যন্ত কী হয়, দর্শকদের জন্য কী চমক অপেক্ষা করছে, সেটাই এখন দেখার বিষয়।

Piya Chanda