জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“চুলের কাঁটা যেমন মাথার খোপাকে শক্ত করে বেঁধে রাখে, তুমিও আমাকে আগলে রাখবে তো?” কথার ছলে প্রস্তাব দিলেন আরাত্রিকা, পাল্টা প্রতিশ্রুতিতে ভরসা দিলেন অভিষেক! অবশেষে সম্পর্কের গুঞ্জনে ইতি! ভক্তদের দাবি, এবার ঘোষণা হোক আনুষ্ঠানিকভাবে!

ধারাবাহিক নতুন, কিন্তু পরিচিত দুই মুখ ‘আরাত্রিকা মাইতি’ (Aratrika Maity) এবং ‘অভিষেক বীর শর্মা’ (Abhishek Veer Sharma)। অনস্ক্রিনে যেমন রসায়নে দর্শকদের টেনেছে এই জুটি, অফস্ক্রিনেও তেমনই সহজ স্বাভাবিক বোঝাপড়া নজর কাড়ছে। অনেক সময়ই দেখা যায়, আলাদা কোনও প্রচেষ্টা না থাকলেও দু’জনের উপস্থিতি একই ফ্রেমে আরামদায়ক হয়ে ওঠে। তাই সম্প্রতি সমাজ মাধ্যমে যেসব ভিডিও ছড়িয়ে পড়ছে, সেগুলো দেখেই মনে হচ্ছে চরিত্রের বাইরেও তাদের বন্ধুত্ব বা সম্পর্ক, যে নামেই ধরা হোক না কেন, দর্শকদের কাছে আলাদা করে আকর্ষণ তৈরি করছে।

সমুদ্র সৈকতের সেই রোমান্টিক ভিডিও ভাইরাল হতেই দুজনের বাস্তব জীবনে প্রেমের গুঞ্জনে রীতিমতো সমাজ মাধ্যম ভরে গিয়েছে। ধারাবাহিকের নিয়মিত ভক্তরাও চান যেন বাস্তবেও দুজন একে অপরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেয়। সেই মতো সম্প্রতি অফ ক্যামেরা আরাত্রিকা প্রপোজ করল অভিষককে! কিন্তু ঘটনাটা ঠিক তেমন নয়। আসলে এদিন শুটিংয়ের ফাঁকে সংবাদ মাধ্যমের কাছে তাঁদের একটি ছোট্ট খেলার অংশ হতে হয়।

হাতে কিছু জিনিস দেওয়া হয়ে, আর সেটি দিয়ে ঢঙ করে ‘প্রপোজ’ করার খেলা। সেই খেলায় একটি খোপার কাঁটা এসে পড়ে আরাত্রিকার হাতে। সেটি নিয়েই তিনি হেসে বলেন, “এই কাঁটাটা যেমন মাথার খোপাকে শক্ত করে বেঁধে রাখে, তুমিও কি আমাকে আজীবন এমন করেই আটকে রাখবে?” উত্তরে অভিষেক একটু লজ্জা পেলেও থামেননি। আরাত্রিকার দিকে তাকিয়ে থেকে বললেন, “আমি নিজে মাটিতে পড়ে গেলেও, কখনও তোমাকে নিচে পড়তে দেবো না।

সব সময় দু’হাত দিয়ে আগলে রাখবো!” এই সংলাপগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের মনে নতুন করে উত্তেজনা! অনেকেই বলছেন, “অভিনয় হোক বা বাস্তব, এদের মাঝে একটা অদ্ভুত কমফোর্ট জোন আছে।” তবে এটা সত্য যে, সম্পর্ক নিয়ে দুজনের কেউ কিছু না বললেও, তাঁদের মধ্যে একটা স্বাভাবিক বোঝাপড়া অবশ্যই আছে। কিন্তু যতদিন না তাঁরা নিজের থেকে কিছু বলছেন, সবটাই দর্শকের অনুধাবন আর মন্তব্যের জায়গা থেকে তৈরি হওয়া উত্তেজনা মাত্র।

তবুও মানুষের অনুভূতি বলে কথা, অনস্ক্রিনে উজি-ঋষির প্রেম যেমন জটিল, অফস্ক্রিনে আরাত্রিকা-অভিষেকের এই স্বাভাবিক রসায়নটা যেন তার সম্পূর্ণ উল্টো। তাই তাদের নিয়ে জল্পনা থাকাটাও স্বাভাবিক। আর ভক্তদের মনে একটাই প্রশ্ন, পর্দার বাইরে কি সত্যিই কিছু চলছে? আপনাদের কেমন লাগছে, ‘জোয়ার ভাঁটা’য় এই জুটির অভিনয়? বাস্তবেও দু’জন জুটি বাঁধলে কি প্রতিক্রিয়া হবে আপনাদের? আমাদের জানাতে ভুলবেন না কিন্তু!

Piya Chanda

                 

You cannot copy content of this page