Connect with us

Bangla Serial

Mithai: মিঠাইকে কিডন্যাপ করল আদিত্য আগারওয়াল! ‘এত বাজেভাবে কিডন্যাপ দেখানো হয় জানতাম না’, দর্শকদের একাংশ ক্ষুব্ধ ধারাবাহিক নির্মাতাদের উপর

Published

on

Mithai soumi

বর্তমানে ‘মিঠাই’ ধারাবাহিকটির জনপ্রিয়তা এতটাই কমে গেছে যে এই মুহূর্তে তারা টিআরপি তালিকা প্রথম পাঁচেও স্থান করতে হিমশিম খাচ্ছে। তবে এতদিন ধরে যদিও বা তাদের অনুরাগীরা ধারাবাহিক নিয়ে মাতামাতি করলেও এখন সোশ্যাল মিডিয়াতে খারাপ গল্পের জন্য প্রায়শই ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় তাদেরকে। তবে এবার পুরোপুরি আজকের এপিসোড কে কেন্দ্র করেই তাদেরকে সমালোচনা করতে দেখা গেল ‘মিঠাই’ ধারাবাহিকের।

প্রসঙ্গত ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে যে হালুমের বাবা-মাকে মিঠাইরা খুঁজে পেয়েছে এবং হালুমের মা মিঠাইকে জানিয়েছে যে আদিত্য আগারওয়াল বলে কেউ একজন তাকে ফোন করে হুমকি দিত। আর উল্টো দিকে যেদিন সিদ্ধার্থ, শ্রীতমা এবং রাতুল মিলে হালুমের বাবা-মাকে উদ্ধার করতে গিয়েছিল সেই গোডাউনের সামনে মিঠাই আদিত্য আগরওয়ালকে দেখেছিল। এই দুটোকে যখন মিঠাই মেলানোর চেষ্টা করে তখনই আদিত্য আগারওয়াল মিঠাইকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে মনোহরাতে সবাই মিঠাইয়ের জন্য অপেক্ষা করে এবং শেষে তাকে খুঁজে না পেয়ে সিদ্ধার্থ, রাতুল এবং রুদ্র মিলে তাকে খোঁজার চেষ্টা করে।

May be an image of 1 person and beard

এবার আজকের এপিসোডে ‘মিঠাই’ ধারাবাহিকে দেখাতে চলেছে যে আদিত্য আগারওয়াল মিঠাইকে নিয়ে কলকাতা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার চেষ্টা করছে। মিঠাইকে তাদের দোকানের সামনে থেকেই কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাকে অজ্ঞান করে রেখেছে আদিত্য। আর নিজে একটি পাঞ্জাবি লোকের ছদ্মবেশ নিয়েছে আর উল্টোদিকে মিঠাইকে একটি হুইলচেয়ারে বসিয়ে অজ্ঞান করে ঘোমটা দিয়ে চোখে সানগ্লাস পরিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে।

01manualvi4v27i5bis0 list

এমন সময় সিদ্ধার্থ মিঠাইকে খুঁজতে খুঁজতে সেখানে আসে এবং গাড়ির মধ্যে থেকে দেখতে পায় হুইল চেয়ারে বসে থাকা মিঠাইয়ের পা। যেখানে মিঠাই তার দেওয়া একটি আংট পড়েছিল। সেটা দেখে সিদ্ধার্থ চিনতে পারে এবং মিঠাই বলে চিৎকার করে ওঠে।

mithai

এবারে এই এপিসোড দেখে দর্শকের একাংশ ক্ষেপে উঠেছে ধারাবাহিক নির্মাতাদের ওপর। তাদের বক্তব্য আজকের এপিসোড একেবারেই ফুটিয়ে তুলতে পারেনি ধারাবাহিক নির্মাতারা। অনেক ভালোভাবে নায়িকা কিডন্যাপের দৃশ্য এখানে ফুটিয়ে তোলা যেত। তাদের মতে বেশ কয়েকদিন ধরেই ধারাবাহিকের চিত্রনাট্য খাপ ছাড়া ভাবে দেখানো হচ্ছিল আর আজকের এপিসোডটা একদমই খারাপ ছিল।