বাংলা টেলিভিশনের পরিচিত ধারাবাহিক গুলোর যদি নাম আসে তাহলে প্রথম সারিতেই থাকবে এ জি বাংলার ‘মিঠাই’। একটা সময় এই ধারাবাহিক নিয়ে মাতামাতি কিছু কম দেখা যেত না। জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে পরপর বহু সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষস্থান এরা একাই দখল করেছিল। মিঠাই সিদ্ধার্থর রসায়ন থেকে শুরু করে হল্লা পার্টির মজা সবকিছু নিয়েই বেশ জনপ্রিয়তা অর্জন করছিল ধারাবাহিকটি। তবে হঠাৎই আর দর্শকের মনে ধরছে না ‘মিঠাই’ ধারাবাহিকটি। তাই এবার টিআরপি তালিকার প্রায় নিচের দিকে স্থান হয়েছে এটির।
টিআরপিতে খারাপ ফল হওয়ার পর পরে মিঠাই অনুরাগীরা প্রায় সোশ্যাল মিডিয়াতে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন ধারাবাহিক কর্তৃপক্ষের ওপর। বারবার বলেছেন একই ট্র্যাকে চলতে থাকা ধারাবাহিক যার জন্য মানুষের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে এটি। কিন্তু সম্প্রতি তাদের বিরক্তির কারণ হয়ে উঠছে এই ধারাবাহিকের হল্লা পার্টি নিজেই।
প্রসঙ্গত সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে যে বাচ্চা ছেলেটি অর্থাৎ হালুম মিঠাইয়ের সাথে মনোহরাতে এসেছিল তাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিয়েছে মোদক পরিবার। তাই হালুম চলে যাওয়ার পর থেকে মিঠাইয়ের মন খুবই খারাপ। কারণ মিঠাই তাকে খুবই আপন করে নিয়েছিল। তাই তার মন ভালো করার জন্য হল্লা পার্টি ঠিক করছে তারা অবাঙালিদের মতো করওয়া চৌথ পালন করবে। আবার নাচানাচি গান-বাজনা শুরু করেছে তারা।
আর এই দেখে মিঠাই ভক্তদের কিছু অংশ বেশ চোটে গেছে ধারাবাহিক নির্মাতাদের ওপর। তাদের মত ধারাবাহিকের বহু চরিত্রদের আর একদমই দেখা যায় না। যেখানে এই ধারাবাহিকের গল্পের যে যৌথ পরিবারটি ছিল সেটিকেই সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছিল দর্শক। এছাড়া তাদের মত যে সব সময় হল্লা পার্টির নাচ-গান ছাড়া কোন রকম লজিক দিয়ে সিচুয়েশন সামাল দিতে দেখা যায় না। এছাড়া মিঠাই এতটা ভেঙ্গে পড়েছে তারপরেও সিদ্ধার্থের সঙ্গে তার কোনরকম ভালো দৃশ্য দেখানো হয়নি ধারাবাহীকে। তাই এতটা খাপছাড়া গল্প নিয়ে কিভাবে জনপ্রিয়তা অর্জন করবে এই ধারাবাহিকটি! অনেকেই বলছেন যে প্রমো বা চ্যানেলকে দোষ দিয়ে লাভ নেই ধারাবাহিকের গল্পতেই আর সেই জোর নেই যেটি নিয়ে তারা আবার জনপ্রিয়তা অর্জন করতে পারবে।