জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হচ্ছে মিঠাই। এই ধারাবাহিকের দুই জনপ্রিয় তারকা হলেন সৌমিতৃষা কুন্ডু এবং আদ্রিত রায়। এদেরকে মানুষ খুব পছন্দ করেন এবং ফেসবুক ইনস্টাগ্রামে লক্ষাধিক মানুষ তাদেরকে ফলো করেন। কিন্তু হঠাৎ করেই এদেরকে অপছন্দ করতে শুরু করেছেন সকলে এবং এক ধাক্কায় ফেসবুকে ফলোয়ার সংখ্যা ১০ লাখ থেকে নেমে আসলো নয় হাজারে।
সকালবেলা এরকমটা দেখে চমকে গেছেন সকলের এবং ভাবছেন যে আমরা তো এদেরকে পছন্দ করি কিন্তু ফলোয়ার সংখ্যা এত কমে গেল কী করে? পরবর্তীকালে ধীরে ধীরে সকালবেলা থেকে জানা গেল যে সমস্ত টেলি তারকা কনীনিকা, দিতিপ্রিয়া, উষসী রায়, স্বস্তিকা দত্ত সহ সমস্ত টেলি তারকার ঘটেছে একই ঘটনা। কিন্তু হঠাৎ এরকমটা হলো কী করে?কেন লক্ষাধিক মানুষ আর পছন্দ করছেন না কোনরকম টেলি তারকাদের? তবে কি বাংলা সিরিয়ালের দুর্দিন চলে আসলো?
এর থেকে মোটামুটি এটাই স্পষ্ট যে এটি একটি টেকনিক্যাল সমস্যা। ঘটনাটি ঘটেছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সঙ্গেও যার কোটি কোটি ফলোয়ার ছিল কিন্তু এখন তারও ফলোয়ার নয় হাজার। তাই বোঝাই যাচ্ছে এটি মেটার কোন সমস্যা। মূলত যাদের ভেরিফাইড প্রোফাইল এবং প্রচুর ফলোয়ার আছে তাদেরই সাথে সমস্যাটা হয়েছে। খুব শীঘ্রই হয়তো এটা মিটেও যাবে।