টেলিভিশন পর্দায় এখন টিআরপি (TRP) শেষ কথা। প্রত্যেকদিন সন্ধ্যা হতেই ঘরে ঘরে আরম্ভ হওয়া ধারাবাহিকগুলির (Bengali Serial) মেয়াদ নির্ভর করে এই টিআরপির ওপর। প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে প্রকাশ পায় টিআরপি। তাই সেদিনের জন্য বুক কাঁপে কলাকুশলী থেকে নির্মাতাদের। আর আজই প্রকাশ পেল সেই টিআরপি।
বাঙালি দর্শকের সিরিয়ালের প্রতি টান অবিচ্ছেদ্য। তাই নামকরা চ্যানেলগুলি নিত্য নতুন গল্পের একগুচ্ছ সিরিয়ালের পসরা সাজিয়ে রেখেছে প্রত্যেক দিন সন্ধ্যায়। তবে, এই ধারাবাহিকগুলির মধ্যে ঠিক
কোন ধারাবাহিক এগিয়ে রয়েছে আর কোনটি পড়ল পিছিয়ে তার হিসেব পাওয়া যায় টিআরপি থেকে। তাই দর্শকদেরও টিআরপির দিকে যথেষ্ট আগ্রহ থাকে।
প্রায় প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় দেখা যাচ্ছে, জি বাংলা এবং স্টার জলসার হাড্ডাহাড্ডি লড়াই। এই সপ্তাহেও তার ব্যতিক্রম হল না। এই দুই চ্যানেলের মধ্যে কোন চ্যানেলের মেগা সিরিয়াল প্রথম পাঁচে থাকে, কোন মেগা সিরিয়ালটি বেঙ্গল টপার হয় তাই নিয়ে রীতিমতো পাঞ্জা লড়া চলছে।
এবারের টিআরপি তালিকায় নজর দিলে দেখা যায়, প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে জি বাংলার ফুলকি, জগদ্ধাত্রী, ও কোন গোপনে মন ভেসেছে। টিআরপিতে প্রথম পাঁচে রয়েছে কথা এবং গীতা এলএলবি। এদের মধ্যে বেঙ্গল টাপারের শিরোপা অর্জন করেছে জি বাংলার ফুলকি। আর অন্যরা কোথায় কে রয়েছে, দেখে নেওয়া যাক।
এই সপ্তাহের টিআরপি তালিকা
প্রথম: ফুলকি 7.3
দ্বিতীয়: জগদ্ধাত্রী 7.2
তৃতীয়: গীতা LLB 7.1
চতুর্থ: কোন গোপনে 7.0
পঞ্চম: কথা 6.7
এছাড়াও ট্রেন্ডিং ধারাবাহিকগুলি হল-
পরিণীতা 6.6 | উড়ান 6.6
নিম ফুলের মধু 5.2 | তেঁতুল পাতা 5.7
ডায়মন্ড 5.7 | শুভ বিবাহ 6.1
পুবের ময়না 3.8 | দুই শালিক 5.0