জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অনুরাগের ছোঁয়ায় বাজানো হল বোঝেনা সে বোঝেনা’র ব্যাকগ্রাউন্ড মিউজিক!’এতদিন পর শুনে চোখে জল চলে এসেছে’, আজও পাখি অরণ্যকে নিয়ে নস্টালজিক ভক্তরা

বেশ কয়েক বছর আগে স্টার জলসায় ধারাবাহিক এনেছিল এসভিএফ। স্টার জলসা ইতিহাসের অন্যতম সেরা ধারাবাহিক ছিল সেটা যদিও স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ইস পেয়ার কো কেয়া নাম দু’র রিমেক ছিল সেটি। বুঝতেই পারছেন কোন সিরিয়ালের কথা বলা হচ্ছে। অরণ্য এবং পাখির সেই বিখ্যাত জুটির বোঝেনা সে বোঝেনা।

এমনিতে বোঝেনা সে বোঝেনা যে সিনেমাটা রয়েছে তার টাইটেল গানটাই মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছে।অরিজিৎ সিং এর কন্ঠে এই গান শুনলে চোখ দিয়ে জল পড়ে সমস্ত প্রেমিক মানুষদের। তার উপর এই নামে যখন ধারাবাহিক এলো আর এর টাইটেল গানটাও সিনেমার টাইটেল গানের মতো বানানো হলো কিন্তু অন্য কথায় মানুষ প্রেমে পড়ে গেছিল এই ধারাবাহিকের টাইটেল গানে। হাজারটা সিরিয়াল আসবে যাবে কিন্তু স্টার জলসার বোঝেনা সে বোঝেনার মত ধারাবাহিক আর আসবে না বলে দাবি এর ভক্তদের।

যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকারের জুটি মানুষের ভীষণ পছন্দ ছিল। যশ দাশগুপ্ত সিনেমায় নাম করতে হয়তো সেরকম পারেননি। কিন্তু ধারাবাহিকে তিনি এই একটা চরিত্রে অভিনয় করেই মানুষের মনে চিরকালীন জায়গা করে নিয়েছেন। অরণ্য আর পাখির খুনসুটি, কৃষ্ণেন্দুর শয়তানি দেখতে মানুষ ভারী ভালোবাসতো।সত্যি কথা বলতে গেলে এখন মানুষ যাই ধারাবাহিক দেখে তাদের মনে হয় যে এমা এটা তো বোঝেনা সে বোঝেনা থেকে কপি করা হয়েছে। বিশেষ করে মন ফাগুন ধারাবাহিকে এই সিরিয়ালের অনেক প্রভাব আছে। এটা কিছুতেই অস্বীকার করা যাবে না ‌

তবে গতকাল হঠাৎ চমকে উঠেছিলেন বোঝেনা সে বোঝেনা ভক্তরা। গতকাল অনুরাগের ছোঁয়াতে এই গানটা হঠাৎ করে বাজানো হয়েছিল সূর্য এবং দীপার একটি দৃশ্যতে।অনেকেই বিভিন্ন কাজ করছিলেন হঠাৎ করে বোঝেনা সে বোঝেনা গান শুনতে পেয়ে দৌড়ে চলে এসেছিলেন এবং দেখতে পেয়েছেন যে অনুরাগের ছোঁয়াতে বাজানো হয়েছে এই গান।এরা বলছেন যে স্টার জলসা নিজেও জানে এই সিরিয়াল স্টার জলসা তে কত টা সম্মান এবং খ্যাতি দিয়েছে তাই আজও অনুরাগের ছোঁয়াতে অন্য ধারাবাহিকের গান বাজাতে হচ্ছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page