জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘দশ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছি অথচ এখনো পর্যন্ত কেউ লিড রোলে কাজ দিল না আমায়!’ রেগে লাল যমুনা ঢাকি খ্যাত ‘গীত’ চাঁদনী সাহা

অভিনেত্রী চাঁদনী সাহা আর ছোট পর্দায় মুখ্য চরিত্র পান না। ২০১১ সালে ‘বিন্দি’ দিয়ে টেলিভিশনে কাজ শুরু। সেই থেকে একের পর এক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে মুখ্য চরিত্র না নায়িকার ভুমিকায় নয়, পার্শ্বচরিত্রে। তিনি কেন মুখ্য চরিত্রে ডাক পান না একথা তিনি নিজেও বুঝতে পারেন না আর তার দর্শকরাও জানেন না।

সদ্য অভিনয় করছেন নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’তে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। তিনি জানালেন, ‘মাধবীলতা’র দিদি ‘মালতী’র চরিত্রে দেখা যাবে তাঁকে। বহুদিন পর এরকম চরিত্রে খুশি তিনি। নায়িকা হওয়ার থেকে নায়িকা হয়ে টিকে থাকা বেশি কঠিন বলে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

সাংবাদিক প্রশ্ন করেন, কেউ কেউ বলছেন মুখ্য চরিত্র পাননি বলে এমন চরিত্রে অভিনয় করছেন? উত্তরে অভিনেত্রী জানান, ‘হ্যাঁ, সত্যিই আমি ‘লিড’-রোলের সুযোগ পাইনি । ‘যমুনা ঢাকি’র পরে মুখ্য চরিত্রে অভিনয়ের ডাক আর আসেনি। কিন্তু তাতে আমার কোনও আক্ষেপ নেই। এই সময়ে দাঁড়িয়ে যে চরিত্রগুলো পাচ্ছি, সেগুলো আমার কাছে মূল্যবান।’তবে সাংবাদিকের এক প্রশ্নে তিনি জানান, নতুন মুখ ইধিকা, সৌমিতৃষা, অন্বেষা তাঁর কাছে প্রিয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page