জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আবারও ছোট পর্দায় ঋষিতা! ‘আলোর কোলে’র পুপুল এবার ঐতিহাসিক নারী ‘খনা’! ছোট্ট ঋষিতার রূপে চমক, কবে থেকে আসছে এই নতুন ধারাবাহিক?

এক সময়ের জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আলোর কোলে’তে (Alor Kole) অভিনয় করা সেই মিষ্টি ‘পুপুল’কে মনে আছে? হ্যাঁ, কথা হচ্ছে শিশুশিল্পী ‘ঋষিতা নন্দী’ (Rishita Nandi) কে নিয়ে। ছোট থেকেই অভিনয়ে দারুণ দক্ষতার পরিচয় দিয়ে এসেছে সে। প্রতিটি দৃশ্যে তাঁর চোখেমুখে যে আবেগের খেলা দেখা যায়, তা বড়দেরও অবাক করে। ছোট বয়সেই এই খুদে অভিনেত্রী নিজের অভিনয়গুণে দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে বহুবার। প্রথমে ‘গৌরী এলো’ ধারাবাহিকে ‘তারা’র চরিত্রে দেখা গিয়েছিল, দর্শকদের আরও একটি পছন্দের চরিত্র।

এরপর বেশ কিছুদিন হয়ে গেল, আর পর্দায় দেখা নেই ঋষিতার। তবে এবার ফের এক নতুন ভূমিকায় ছোট পর্দায় ফিরছে এই ছোট্ট অভিনেত্রী। আর এই ফেরা ঋষিতার জন্য খুবই বিশেষ। কারণ, এই প্রথমবার কোনও ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে চলেছেন সে। হ্যাঁ, ঠিকই ধরেছেন! এই খুদে অভিনেত্রীকে এবার দেখা যাবে ‘খনা’র ছোটবেলার চরিত্রে। ‘খনার কাহিনী’ নামের একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেল।

ইতিমধ্যেই ‘খনার কাহিনী’ ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা মিলেছে– মন ছুয়ে যাওয়া প্রাকৃতিক পরিবেশের মধ্যে ছোট্ট খনার আবির্ভাব, ঠিক যেন আরও একবার ঐতিহাসিক সময়ের দরজা খুলে দিল। দর্শকরাও ইতিমধ্যেই এই প্রোমোতে ঋষিতার উপস্থিতি দেখে উচ্ছ্বসিত। ছোট্ট বয়সে এতটা সংবেদনশীল এবং জটিল চরিত্র ফুটিয়ে তোলা চাট্টিখানি কথা নয়, কিন্তু এই কাজেই আবারও মুগ্ধ করতে আসছে ঋষিতা।

উল্লেখ্য, এই ধারাবাহিকটি ‘আকাশ আট’-এ আসতে চলেছে, ধারাবাহিকটির সম্প্রচার শুরু হচ্ছে ১৬ জুন থেকে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় আকাশ আটে দেখা যাবে ‘খনার কাহিনী’। বাংলার প্রাচীন জ্ঞানী নারী খনার জীবন ও ভবিষ্যদ্বাণী ঘিরে এই ধারাবাহিক গড়ে উঠেছে, যেখানে ঋষিতার ভূমিকা হবে প্রথম দিকের গল্প বয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ খনার শৈশবকাল, তাঁর বুদ্ধিমত্তার প্রকাশ এবং প্রথম দিককার জীবনসংগ্রামের কাহিনি ফুটিয়ে তুলবেন ঋষিতা।

এই চরিত্রের মাধ্যমে ঋষিতার কেরিয়ারে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে বলাই যায়। কারণ একটি ঐতিহাসিক চরিত্রকে ছোটবেলা থেকে পর্দায় তুলে ধরা মানেই একধরনের দায়িত্বও বটে। শিশুশিল্পী হিসেবেও সেই দায়িত্ব নেওয়ার সাহস ও সামর্থ্য এই খুদে অভিনেত্রীর মধ্যে রয়েছে বলেই দর্শকদের একাংশ মনে করছেন। এবার শুধু দেখার অপেক্ষা, ছোট পর্দায় ‘খনা’ হয়ে ঋষিতা কতটা জায়গা করে নিতে পারে দর্শকের মনে।

Piya Chanda

                 

You cannot copy content of this page