জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দিতিপ্রিয়া সরে যেতেই ‘চিরদিনই তুমি যে আমার’এ নায়িকা শূন্যতা! সবার নজর এখন সৃজা দত্তের দিকে, দিতিপ্রিয়ার পর সৃজাই কি বদলে দেবেন ধারাবাহিকের ছন্দ? টলিপাড়ার চর্চা তুঙ্গে, কী বললেন অভিনেত্রী?

টলিউডের জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’–এ চলছে নতুন নায়িকা খোঁজের দৌড়। দিতিপ্রিয়া রায় সরে যাওয়ার পর থেকেই সেট জুড়ে একটাই প্রশ্ন—নতুন ‘অপর্ণা’ কে? ঘনিষ্ঠ সূত্র বলছে, এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চরিত্র বদলের প্রক্রিয়া নিয়ে টিমের ভেতরেও তৈরি হয়েছে বেশ ধোঁয়াশা। তবু নিয়মমাফিক শুটিং চালিয়ে যাচ্ছেন জীতু কমল ও বাকি শিল্পীরা।

নায়িকা ছাড়া কতদিন চলবে ধারাবাহিক—এই প্রশ্নের জবাবে অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সিরিয়াল কোনওভাবেই বন্ধ হচ্ছে না। এর মধ্যেই দর্শকমহল থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতে ঘুরছে একাধিক নাম। দিতিপ্রিয়ার জায়গায় প্রত্যুষা পাল আসতে পারেন—এমন খবর ছড়িয়েছিল। আবার অনুরাগীদের একাংশ চাইছেন, নতুন অপর্ণা হিসেবে যেন দেখা যায় সৃজা দত্তকে।

এই জল্পনা নিয়েই যখন উত্তেজনা তুঙ্গে, তখন সৃজার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, “কাজ নিয়ে নানা আলোচনা চলতেই থাকে। তবে এই মুহূর্তে কোনও ধারাবাহিকে সই করিনি। সামনে পরীক্ষা, তাই মন দিয়ে পড়াশোনা করছি।” অর্থাৎ অনুরাগীদের আশা-জল্পনা এখনও অনিশ্চয়তার মধ্যেই।

এদিকে প্রোডাকশন সূত্রের দাবি, এখনো পর্যন্ত কারও লুক টেস্ট-ও হয়নি। ফলে গল্পের ধারা আপাতত ঘুরে গেছে অন্য দিকে। ধারাবাহিকে দেখানো হচ্ছে—অপর্ণা হারিয়ে গিয়েছে, আর তাকে ফেরানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে আর্য।

তাই শেষমেশ পর্দায় কোন অভিনেত্রীকে নতুন অপর্ণা হিসেবে দেখা যাবে, তা জানতে দর্শকদের অপেক্ষা আরও একটু দীর্ঘ হচ্ছে। এখন নজর শুধু আগাম পর্বের দিকে—অবশেষে কে আসবেন আর্যের জীবনে নতুন অপর্ণা হয়ে?

Piya Chanda