জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আচমকাই টাকার অভাবে বন্ধ হয়ে গেল জনপ্রিয় সিরিয়ালের শুটিং! চিন্তায় কলাকুশলীরা

বাংলা ধারাবাহিক (Bengali Serial) যেন টিভি প্রিয় বাঙালির বন্ধু হয়ে উঠেছে। সন্ধ্যা হলেই প্রত্যেক ঘরে ঘরে শুরু হয় নানান ধরনের সিরিয়াল ও তার গল্প। কলাকুশলীদের নিয়ে মেতে থাকেন টেলিদর্শকেরা। জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা কিংবা সান বাংলা দর্শকদের ঘরে ঘরে বাংলা ধারাবাহিকের নাম সদা উচ্চারিত।

মাঝপথে বন্ধ হয়ে জনপ্রিয় সিরিয়ালের শুটিং!

গত কয়েক মাস ধরে টেলিভিশনে আসছে একের পর এক নতুন মেগা সিরিয়াল। পুরনো সিরিয়াল গুলি সরে যাচ্ছে আর সেই জায়গায় আত্মপ্রকাশ করছে নিত্যনতুন ধারাবাহিক। নতুন সিরিয়ালের শুটিং যেমন আরম্ভ হয়েছে, ঠিক তেমনভাবেই একইসঙ্গে আগের গল্পগুলি ইতি ঘটছে। জি বাংলা ও স্টার জলসার পাশাপাশি সান বাংলা ও কালার্স বাংলাতেও আসছে বেশ কিছু নতুন ধারাবাহিক।

বেশ কিছুদিন হলো স্টার জলসায় আরম্ভ হয়েছে নতুন ধারাবাহিক ‘দুই শালিক’ আর ‘রাঙামতি তীরন্দাজ’। জি বাংলাও নতুন ধারাবাহিক আনার দৌড়ে পিছিয়ে নেই। জি বাংলায় পরিণীতা এবং মিত্তির বাড়ির প্রোমো দেখেছেন দর্শক। শীঘ্রই টেলিভিশনের পর্দায় ‌আসছে এই দুটি ধারাবাহিক।

জি বাংলা ও স্টার জলসার সঙ্গে পাল্লা দিয়ে সান বাংলা ও কালার্স বাংলাতেও বেশ কিছু সিরিয়াল
খুব শীঘ্রই আসতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছিল। কালার্স বাংলায় তিনটি ধারাবাহিক ‘দেবী নিয়ে কাণ্ড হেব্বি’, ‘প্রেম এভিনিউ’, বিপত্তারিণী ট্রাস্ট আসছে বলে টেলিপাড়া সূত্রে খবর। আর এর মধ্যে একটি ধারাবাহিকের শুটিং হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ‌

দিন কয়েক আগেই শুটিং বন্ধ হয়ে গেল আসন্ন নতুন ধারাবাহিক ‘বিপত্তারিণী ট্রাস্টের’। গত দুই মাসে তিরিশটি এপিসোড তৈরি হয়ে গিয়েছিল এই মেগা সিরিয়ালটির। কিন্তু টাকার অভাবে এই মেগা সিরিয়ালের কলাকুশলীদের পারিশ্রমিক আটকে রয়েছে। তাই ঠিক করা হয়েছে, আগে সকলের পারিশ্রমিক মেটানো হবে তারপর সম্ভব হলে এই সিরিয়ালের শুটিং আবার শুরু হবে। ততদিনের জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page