জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Trp list: গোধূলি আলাপ সময় বদলে যাওয়ার আগে শেষ সপ্তাহে টেক্কা দিল পিলু’কে! গুলি খেয়ে সেরা হলো মিঠাই রানী, দেখুন পুরো টিআরপি তালিকা

একটু মিঠাই নিয়ে কথা বলি,মাঝে দুমাস প্রোমো দেননি নির্মাতারা তার ফলে মিঠাইয়ের কি অবস্থা হয়েছে সকলেই দেখতে পেয়েছিলেন আর তারপরেই পর পর দুটো নতুন প্রোমো দিয়েছেন আর মিঠাই চলে এসেছে। একদম টপারে চলে এসেছে। আরে বাবা ভালো জিনিস কে তো যত্ন করতে হবে না হলে সেটা ভালো ফল দেবে কী করে? বলছেন মিঠাই ভক্তরা। প্রতিপক্ষ ধুলোকণা একদম ধুলোবালির মতো মিশে গেছে। প্রথম পাঁচ থেকেই বেরিয়ে গেছে। এটাই স্বাভাবিক কারণ এখানে আকর্ষণীয় দেখার মত আর কিছু নেই।

তবে আর কিছুদিন পর গোধূলি আলাপ চলে যাবে রাত সাড়ে দশটায় তবে যাওয়ার আগে ওস্তাদের মার শেষ রাতের মতো প্রথমবার হারিয়ে দিয়ে গেল পিলু’কে।০.১ পয়েন্টে এগিয়ে গেল গোধূলি আলাপ। এবার নোলক উড়ন তুবড়ির সঙ্গে কতটা টক্কর দিতে পারে সেটাই দেখার।

বেশি কথা না লিখে আসুন দেখে নিই, কে কেমন ফলাফল করল।

প্রথম পাঁচ সেরা ধারাবাহিক;
১ম •• মিঠাই (৮.৪)
২য় •• লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৮)
৩য় •• আলতা ফড়িং (৭.৫)
৪র্থ •• গাঁটছড়া (৭.৪)
৫ম •• গৌরী এলো (৭.৩)

5:00 PM : খেলাঘর (১.৬)
5:30 PM : গুড্ডি (৩.২) | দিদি No.1 S9 (২.৯)
6:00 PM : গোধূলি আলাপ (৪.১) | পিলু (৪.২)
6:30 PM : সাহেবের চিঠি (৪.৫) | খেলনা বাড়ি (৫.১)
7:00 PM : গাঁটছড়া (৭.৪) | উমা (৫.৮)
7:30 PM : আলতা ফড়িং (৭.৫) | গৌরী এলো (৭.৩)
8:00 PM : ধুলোকণা (৬.৮) | মিঠাই (৮.৪) 👑
8:30 PM : মন ফাগুন (৫.৯) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৮)
9:00 PM : এক্কা দোক্কা (৫.০) | এই পথ যদি না শেষ হয় (৬.২)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৫.৯) | লালকুঠি (৪.৯)
10:00 PM : আয় তবে সহচরী (৪.৯) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৪.৮)
10:30 PM : বৌমা একঘর (২.৫) | উড়ন তুবড়ি (৪.১)
11:00 PM : জয় গোপাল (১.৯) | শিশু ভোলানাথ (২.১)

✨NON FICTION✨
রান্নাঘর (১.০)
সা রে গা মা পা (৬.৭)
দিদি No.1 [সানডে ধামাকা] (৬.২)
Ismart Jodi (৩.০)

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page