বাংলা ধারাবাহিকের নামী পরিচালক হিসেবে টলিপাড়ায় দীর্ঘদিন ধরেই পরিচিত ‘অয়ন সেনগুপ্ত’ (Ayan Sengupta)। ‘কে আপন কে পর’, ‘এই পথ যদি না শেষ হয়’-এর মতো একের পর এক জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন তিনি। অথচ গত কয়েক মাস তাঁকে ঘিরে চলছিল এক চরম বাস্তব লড়াই। বর্তমানে পরিচালনার কাজ না থাকায় পেশা বদল করতে বাধ্য হন অয়ন। জীবিকার তাগিদে রীতিমতো রাস্তায় বসে খাবার বিক্রি করেছেন তিনি!
প্রসঙ্গত, টলিউডের পরিচালক মহলের অন্দরের দ্বন্দ্ব নিয়েও একসময় আলোচনায় এসেছিলেন অয়ন সেনগুপ্ত। ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের মধ্যে চলা টানাপোড়েনে তিনিও যুক্ত ছিলেন। ‘ডিরেক্টরস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’-এর সদস্য ছিলেন তিনি, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলায় তার নাম ছিল। যদিও পরবর্তীতে সেই মামলা প্রত্যাহার করে নেন এবং সেই পদও ছেড়ে দেন।
শোনা যাচ্ছে, বর্তমানে তিনি নতুন একটি সংগঠনের সদস্য হতে চলেছেন। মামলা থেকে নাম প্রত্যাহার এবং পদ ছেড়ে দেওয়ার প্রসঙ্গে অয়ন স্পষ্ট জানান, তাঁর উপর কোনও চাপ ছিল না, বরং স্বরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনার পরই সমস্ত সমস্যার সমাধান হওয়ায় নিজে থেকেই মামলা প্রত্যাহার করেছেন। পরিচালকের কথায়, এখন তাঁর একমাত্র লক্ষ্য ভালো কাজ করা এবং দর্শকদের কাছে আবার নিজেকে প্রমাণ করা।
উল্লেখ্য চলতি বছরের মার্চে অয়নকে অভিনেতা রূপে দেখা গিয়েছিল তাঁকে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারে, কিন্তু পরিচালনায় ফেরার অপেক্ষা ছিল বহুদিনের। অবশেষে সেই সুখবর মিলেছে, আবারও পরিচালক হিসেবে টলিপাড়ার কাজে ফিরলেন অয়ন সেনগুপ্ত। জুলাইয়ের শুরু থেকেই ছোট পর্দায় নতুন একটি কাজ শুরু করে দিয়েছেন তিনি। জনপ্রিয় চ্যানেল সান বাংলার ‘ক্রাইম ডায়েরি’ নামক ধারাবাহিক অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি।
আরও পড়ুনঃ চোখ বন্ধ করে বসে আছেন, দেবী না অভিনেত্রী? ভাইরাল রূপে চমকে দিলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ!
নিয়মিত শুটিং করছেন অয়ন, ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে নিজের পরিচিত ভঙ্গিমায় ফিরে এসেছেন পরিচালক। তবে পরিচালনার পাশাপাশি নিজের খাবারের দোকানও তিনি চালিয়ে যাচ্ছেন সমানতালে। অয়নের কথায়, শুটিং না থাকলে তিনি দোকানে সময় দেন, আবার শুটিং থাকলে সেটেই ব্যস্ত থাকেন। এই দুই দায়িত্বই এখন তাঁর জীবনের অংশ। তাঁর প্রত্যাবর্তনের নেপথ্যে যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।