জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জল্পনা উড়িয়ে অপর্ণার চরিত্রে ফিরছেন সেই দিতিপ্রিয়াই? কী ভবিষ্যৎ জিতুর? ‘চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক নিয়ে বড় আপডেট

দীর্ঘ জল্পনা, বিতর্ক আর টানাপোড়েনের পর অবশেষে স্বস্তির খবর চিরদিনই তুমি যে আমার টিম ও দর্শকদের জন্য। শোনা যাচ্ছে, অপর্ণার ভূমিকায় দিতিপ্রিয়া রায়ই থেকে যাচ্ছেন এবং তাঁকেই নিয়েই আগামীর শুটিং এগোবে। গত কয়েকদিন ধরে নানা প্রশ্নে ঘেরা এই ধারাবাহিককে কেন্দ্র করে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছিল, বিশেষত জিতু কমল এবং দিতিপ্রিয়ার মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসার পর। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো এবার নায়িকার মুখ বদলাতে চলেছে ধারাবাহিক।

কিন্তু ইন্ডাস্ট্রি সূত্র বলছে, পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। দিতিপ্রিয়া এখনও এনওসি জমা দেননি এবং সেটাই বড় ইঙ্গিত যে তিনি সরে যাচ্ছেন না। অন্যদিকে জিতু ইতিমধ্যেই সেটে কাজ শুরু করেছেন এবং চ্যানেলও স্পষ্ট জানিয়েছে যে কোনও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হবে না। কারণ টিআরপি দারুণ এবং এই অবস্থায় ধারাবাহিক থামিয়ে দেওয়া বা মুখ বদলানো কারও পক্ষেই লাভজনক নয়। শিল্পী ফোরামও চাইছে কাজ চলুক, কারণ একটি সিরিয়াল থেমে গেলে তার সঙ্গে জড়িত বহু মানুষের জীবিকা বিপন্ন হয়ে পড়ে।

টিম সূত্রের দাবি, ব্যক্তিগত মতবিরোধ থাকতেই পারে, কিন্তু পেশাদার জায়গায় সবাই দায়িত্বশীল আচরণ করছেন। তাই আপাতত ইউনিট ধরে নিচ্ছে অপর্ণার ভূমিকায় দিতিপ্রিয়াই ফিরছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি, আর সেই কারণেই সোমবারের দিকে তাকিয়ে আছে সবাই। তবু ভিতরের খবর বলছে সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত।

এখন বড় প্রশ্ন একটাই—এই ঝড়ের পর কি দিতিপ্রিয়া ও জিতু একইভাবে অভিনয় করে যেতে পারবেন? দর্শকদের অনেকের মত, ভালো কেমিস্ট্রি ফিরিয়ে আনতে সময় লাগবে। তবে ‘শো মাস্ট গো অন’—এই নীতিতেই এগোচ্ছে টিম। সব মিলিয়ে বলা যায়, ধারাবাহিক বন্ধ হচ্ছে না, মুখও বদলাচ্ছে না—আর সেই কারণেই দর্শকরা এখনো বলতে পারছেন… চিরদিনই তুমি যে আমার!

Piya Chanda

                 

You cannot copy content of this page