জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“সামনে দাঁড়িয়ে শট দিতে পারবো না!”— দিতিপ্রিয়ার স্পষ্ট বক্তব্যে অনিশ্চয়তা মুখে সিরিয়ালের ভবিষ্যৎ! দিতিপ্রিয়া-জীতুর সংঘাতে বিপাকে চ্যানেল, টালমাটাল ‘চিরদিনই তুমি যে আমার’! মুখ বদল হতে পারে জনপ্রিয় জুটির?

জি বাংলার জনপ্রিয় ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে ‘জীতু কামাল’ (Jeetu Kamal) ও ‘দিতিপ্রিয়া রায়’ (Ditipriya Roy) -এর বয়সের ফারাক থাকা সত্ত্বেও তাঁদের জুটি অনস্ক্রিনে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। অপু ও আর্য চরিত্রে তাঁদের রসায়ন দর্শকের নজর কেড়েছিল শুরু থেকেই। তবে সাম্প্রতিক কিছু রোম্যান্টিক দৃশ্য ঘিরে উত্তাল বিতর্ক তৈরি হয়েছে। একে একে উঠে আসছে ব্যক্তিগত বিরোধের ইঙ্গিত, যা কেবলমাত্র পর্দার বাইরে নয়, ক্যামেরার সামনেও প্রভাব ফেলছে বলে মত অনেকে।

এতে রীতিমতো অস্বস্তিতে পড়েছে সিরিয়ালের অনুগামীরা। এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন দিতিপ্রিয়া রায় নিজেই। একটি পোস্টে তিনি স্পষ্ট অভিযোগ তোলেন তাঁর সহ-অভিনেতার বিরুদ্ধে। অভিযোগ, তাঁর কাছে কুরুচিকর বার্তা পাঠানো হয়েছে গভীর রাতে। যদিও নাম প্রকাশ করেননি, তবুও স্পষ্ট ইঙ্গিত ছিল জীতুর দিকেই। অন্যদিকে, জীতুও পাল্টা দাবি করেছেন যে, দিতিপ্রিয়া এসব পোস্ট কাউকে ইন্ধনে করছেন। তাঁর মতে, এ ধরনের অভিযোগে তিনি বিচলিত নন, বরং এইসব বিষয় তিনি পাশ কাটিয়ে যেতে চান।

দু’জনের এই পাল্টা-পাল্টি অবস্থানেই যেন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। দিতিপ্রিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এতদিনের অভিনয়জীবনে এমন পরিস্থিতির মুখে আগে কখনও পড়েননি। তিনি কারও বিরুদ্ধে অহেতুক কিছু বলার মানুষ নন, তবে এবার আর চুপ করে থাকা সম্ভব নয়। তাঁর দাবি অনুযায়ী, সমস্ত মেসেজের স্ক্রিনশট ও তথ্যপ্রমাণ তাঁর কাছে রয়েছে এবং প্রয়োজনে তিনি চ্যানেলের সামনে সবকিছু তুলে ধরতে রাজি। পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন, এই ঘটনার পর আর সহঅভিনেতার সঙ্গে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।

শ্যুটিং চালিয়ে যাওয়া নিয়েও তাঁর সন্দেহ তৈরি হয়েছে। এই ঘটনার মাঝেই জীতু একাধিক স্ক্রিনশট প্রকাশ করেছেন, যেখানে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি দিতিপ্রিয়ার প্রতি স্নেহভাব পোষণ করেন এবং এমন তার পোস্টে তিনি ভীষণ হতাশ। তাঁর মতে, এই কাণ্ডের পেছনে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে তাঁকে বিপদে ফেলতে চাইছেন, কারণ এর আগেও তাঁর বিরুদ্ধে এমনভাবে অপপ্রচার চালানো হয়েছে। চ্যানেল এবং প্রোডাকশন তাঁকে সমর্থন করছে বলেও জীতুর দাবি।

আরও পড়ুনঃ অপর্ণাকে ফিরে পেতে বড় ঝুঁকি নিল আর্য, শেষমেশ ফাঁস হল লুকানো অতীত! অপর্ণার সামনে এবার আর্যর জীবনের সবচেয়ে গোপন অধ্যায়! রাজনন্দিনী আসলেই কে? সব সত্যি জানতেই কেঁপে উঠল অপর্ণা!

এই ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ধারাবাহিকের গল্পের মোড়, চরিত্রের রসায়ন এবং শুটিং ফ্লোরে পরিবেশ—সব কিছুই আপাতত অনিশ্চিত। দর্শকদের মধ্যে প্রশ্ন উঠছে—জীতু-দিতিপ্রিয়া কি ভবিষ্যতেও এই ধারাবাহিকে একসঙ্গে কাজ চালিয়ে যাবেন? নাকি চ্যানেল কর্তৃপক্ষ বড় কোনও পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন? হতে পারে কি মুখ্য চরিত্রের মুখ বদল? নাকি বন্ধ হবে ধারাবাহিক? উত্তরের অপেক্ষায় এখন গোটা ইন্ডাস্ট্রি ও দর্শকমহল।

Piya Chanda

                 

You cannot copy content of this page