এক সময় জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে পরাগ চরিত্রের জন্য দর্শকদের বিরক্তির কেন্দ্রে ছিলেন অভিনেতা ‘দ্রোণ মুখোপাধ্যায়’ (Dron Mukherjee)। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পর্দার সেই নেতিবাচক ইমেজ ভেঙে তিনি নিজেকে প্রমাণ করেছেন একেবারে ভিন্নভাবে। বর্তমানে ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকে গোপাল চরিত্রে তাঁর অভিনয় অনেকের মন ছুঁয়ে গেছে। গ্রামের স্কুলশিক্ষক, স্ত্রীর প্রতি নিঃশর্ত ভালোবাসা আর নিখাদ সরলতা এবং মাটির ভাষায় কথা বলা মিলিয়ে, গোপাল হয়ে উঠেছে দর্শকদের প্রিয় পার্শ্বচরিত্রগুলির অন্যতম!
এই গোপাল চরিত্রের জন্যই সম্প্রতি ‘টিভি নাইন বাংলা ঘরের বায়স্কোপ’ অ্যাওয়ার্ডে ‘সেরা পুরুষ পার্শ্বচরিত্র’ বিভাগে মনোনীত হয়েছিলেন দ্রোণ। মনোনয়ন পাওয়াটাই ছিল তাঁর অভিনয়ের স্বীকৃতি। তবে শেষ পর্যন্ত সেই পুরস্কার তাঁর হাতে ওঠেনি! দুর্দান্ত অভিনয় সত্ত্বেও নাম ঘোষণার মুহূর্তে হতাশা থেকেই গেল অনুরাগীদের মনে। অনেক দর্শকের কাছেই গোপাল হচ্ছে সেই চরিত্র, যাকে না দেখলে ‘পরিণীতা’র পর্ব অসম্পূর্ণ মনে হয়। পুরস্কার না পাওয়ার বিষয়টি নিয়ে আবেগ প্রকাশ করেছেন অনেকেই।
তাদের মধ্যে রয়েছেন, ধারাবাহিকেরই দাদুর চরিত্রে অভিনয় করা অভিনেতা সুব্রত গুহ রায়! দ্রোণের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আনন্দের মুহূর্তের মাঝেও তাঁর মন খারাপ হয়ে গিয়েছিল দ্রোণের জন্য।’ তাঁর কথায়, গোপাল চরিত্রটি তাঁর দেখা অন্যতম সেরা অভিনীত চরিত্রগুলোর একটি। দর্শকেরাও চরিত্রটিকে অসম্ভব ভালোবেসেছেন এবং বারবার দেখতে চেয়েছেন আর এই বিশ্বাস তাঁর লেখায় স্পষ্টভাবে ধরা পড়েছে। সুব্রতের মতে, এমন পুরস্কার না পাওয়া অনেক সময় একজন অভিনেতাকে ভেঙে দেয় না বরং আরও শক্ত করে তোলে।
তিনি তাই আশাবাদী, এই অভিজ্ঞতা দ্রোণকে আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে আরও ভালো কাজের দিকে ঠেলে দেবে। তাঁর আরও বিশ্বাস যে, আগামী দিনে এমন একটা ছবি নিশ্চয়ই দেখা যাবে, যেখানে অভিনয়ের পাশাপাশি পুরস্কারের হাসিও ধরা পড়বে দ্রোণের মুখে। অনেকের মতে, সুব্রত গুহ রায়ের মতো মানুষদের এই সহমর্মিতাই ইন্ডাস্ট্রির ভিতরের সম্পর্কগুলিকে আরও মানবিক করে তোলে। যাকে নিয়ে কথা হচ্ছে, সেই দ্রোণ মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও সেই পরিণত মনোভাবটাই ধরা পড়েছে বারবার।
আরও পড়ুনঃ “দিদিমণি আপনার দীর্ঘায়ু হোক”, ‘একই ক্লাসে পড়া সহপাঠীকে দিদিমণি কেন? ও কি মালকিন আর তুমি চাকর?’ ‘এসব কল্পনাও করা যায় না, অবাস্তব জিনিস!’ শুরুতেই দর্শকদের সমালোচনার মুখে, নতুন প্রজন্মের প্রেমের গল্প ‘বেশ করেছি প্রেম করেছি’!
চরিত্রের সাফল্যকে তিনি বরাবরই পুরস্কারের চেয়েও বড় বলে মনে করেন। গোপাল হয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়াটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। হয়তো এই বছর ট্রফি এল না, কিন্তু অভিনয়ের যে স্বীকৃতি তিনি পেয়েছেন সহশিল্পী আর দর্শকদের কাছ থেকে, সেটাই বলে দেয় যে দ্রোণের যাত্রা এখনও অনেক দূর যাওয়ার বাকি! আর ভবিষ্যতে হয়তো আরও নিত্য নতুন চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেবেন তিনি! তখন পুরষ্কার আর অভিনেতার মাঝে থাকবে না কোনও দূরত্ব, এটাই আমাদের আশা।
