জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“ভুতুর টাইগার ভার্সন বানিয়ে দিল!”, ‘দুগ্গামণি ও বাঘমামা’র গল্পে ভুতুর ছায়া পেলেন দর্শকরা! সোশ্যাল মিডিয়ায় জোর তরজা

জি বাংলার নতুন ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘমামা’ (Duggamoni O Bagh Mama) এক রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট্ট ‘দুগ্গামণি’, যে এক আশ্চর্যজনক পরিস্থিতির মধ্যে নিজের মায়ের থেকে আলাদা হয়ে যায় এবং তার সঙ্গী হয় রহস্যময় “বাঘমামা’। এই বাঘ শুধু একটি সাধারণ পুতুল নয়, বরং গল্পে এনে দেবে অতিপ্রাকৃত বা পৌরাণিক রোমাঞ্চ। আবার দর্শকদের প্রিয় রাধিকা কর্মকার (Radhika Karmakar) মুখ্য ভূমিকায় ‘দুগ্গামণি’। যা দেখে দর্শক বেজায় খুশি।

এছাড়াও রয়েছেন অভিনেত্রী ‘মানালি’ এখানে ‘গায়েত্রি’ যে তাঁর হারিয়ে যাওয়া মেয়েকে আজও খুঁজে চলেছেন।দুগ্গামণি তার সাহস, বুদ্ধি এবং বাঘমামার সাহায্যে নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়বে। অন্যায়, মিথ্যা এবং ষড়যন্ত্রের জাল ছিঁড়ে সে কীভাবে নিজের ও অন্যদের জীবন বদলাবে, সেটাই এই ধারাবাহিকের মূল আকর্ষণ। বাঘমামার উপস্থিতি শুধুমাত্র একটি রহস্যময় ছোঁয়া যোগ করবে না, দুগ্গামণির বাহন ও হবে সে কথা বলার নয়।

এই মাসের ৩ তারিখ থেকে রাত্রি ৯:৩০ এ সম্প্রচারিত হচ্ছে ‘দুগ্গামনী ও বাঘমামা’। সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিক নিয়ে চলছে হাস্যরস আর ট্রোলের ঝড়! দর্শকদের দাবি, ছোট্ট দুগ্গামণি আর তার রহস্যময় বাঘমামা—কিছুটা যেন ‘ভুতু’ ধারাবাহিকের রিমেক ফিল দিচ্ছে। একদিকে ভুতুর মতো ছোট্ট মিষ্টি মেয়ে, অন্যদিকে অতিপ্রাকৃত ঘটনাগুলোর যোগসূত্র, তাতেই নাকি সন্দেহ আরও বাড়ছে! অনেকে তো সরাসরি বলেই ফেলেছেন, “ভুতুর টাইগার ভার্সন বানিয়ে দিল!”

কারোর মতে আবার “দুগ্গামণি ঠিক ভূতুর মতনই গান করে।” তবে ভুতু-ভক্তদের দাবি, শুধু কনসেপ্ট মিললেই সেটা কপি হয়ে যায় না! একদিকে ছিলো এক ভুত ‘ভুতু’র দুষ্টু-মিষ্টি গল্প, অন্যদিকে দুগ্গামণির রহস্যময় জগত। কেউ কেউ তো আবার বলছেন, “ভুতুর মতো লুক দিলে, ভুতুর মতো পাকা পাকা কথা বলালে, ভুতুর টাইটেল ট্র্যাক কপি করলে কোউ ভুতু হয়ে যায় না।” কিন্তু সিরিয়ালের প্রোমো দেখেই যদি দর্শকরা এভাবে তুলনা শুরু করে দেন, তাহলে হয়তো নির্মাতাদের নতুন কিছু ভাবার সময় এসে গেছে!

একসময় ‘মা’, ‘পটল কুমার গানওয়ালা’, ‘ভুতু’ এমন নানা শিশুকেন্দ্রিক ধারাবাহিক মানুষ বেশি দেখতে পছন্দ করতেন। তবে কিছুদিন যাবত এমন সিরিয়াল আর আসেনি। ‘দুগ্গামণি ও বাঘমামা’ শুধুমাত্র শিশুদের জন্য নয়, বরং সমস্ত বয়সের দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। অ্যাডভেঞ্চার, আবেগ এবং সম্পর্কের এই গল্প জি বাংলার দর্শকদের মন জয় করতে কতটা সক্ষম হবে, এখন দেখার, এই ট্রোলের মাঝেও ‘দুগ্গামণি ও বাঘমামা’ নিজের আলাদা জায়গা তৈরি করতে পারে কিনা!

Piya Chanda