জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দুই বিঘা জমি আর বীরপুরুষ মিলিয়ে মিশিয়ে অসাধারণ কবিতা বলল দ্যুতি! খড়ির দিদির কবিতা শুনে হেসে কুটিপাটি নেটিজেনরা

স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল গাঁটছড়া, শুরু হয়েছে মাত্র কয়েক মাস হল কিন্তু এর মধ্যেই জনপ্রিয় হয়ে গেছে। টিআরপি রেটিং তালিকায় প্রথম স্থান দখল করে রেখেছে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে। মাঝে স্থান হারিয়ে গেছিল কিন্তু আবার ফিরে পেয়েছে।

আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি খড়িকে সসম্মানে ফিরিয়ে নিয়ে এসেছে সিংহ রায় পরিবারে। ঋদ্ধি তাকে বাড়ির বড় বউ সম্মান দিচ্ছে। যদিও মঞ্জিরা এই ব্যাপারটা মানতে পারছে না কিন্তু ঋদ্ধি তার মায়ের বিরুদ্ধে চলে গেছে।

কিন্তু আমরা এমন একটা এপিসোড এবার দেখতে পেলাম যা দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা। খড়ির দিদি দ্যুতি সকলের কাছে ইতিমধ্যেই ফাঁস করে দিয়েছে যে খড়ি উচ্চমাধ্যমিক পাশ করেনি। সে নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। কিন্তু ঋদ্ধি আবার নিজের বউ-এর পাশে দাঁড়িয়েছে।

এবার দ্যুতি দুই বিঘা জমি কবিতা বলতে গিয়ে কবিতার সঙ্গে মিশিয়ে দিল বীরপুরুষ কবিতাটি। এত স্মার্টল সে ভুল বলল সেই দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page