জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Aparajita Ghosh Das: লাল নয়, পরনে বেগুণি বেনারসী! ‘একা দোক্কা’র অঙ্কিতা অপরাজিতা ঘোষ দাস আবার বিয়ে করছেন নাকি ছেলে বর ঘরে রেখে?

আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে তারকাদের পরিচিতি শুধুমাত্র টেলিভিশনে আবদ্ধ নয়। সেই পরিচিতি টেলিভিশনের পর্দার বাইরেও ছড়িয়ে পড়েছে দর্শকদের মাঝে নানাভাবে। কখনও চরিত্রের বাইরেও দেখা যায় তাঁদের।

প্রি ওয়েডিং শ্যুটের ড্রিম ডেস্টিনেশন প্রিন্সেপ ঘাট , হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া থেকে কুমারটুলি সবক্ষেত্রেই এখন দেখা যায় তারকাদের রমরমা। বিভিন্ন জায়গায় বিভিন্ন লুকে ধরা দেন সেলিব্রিটিরা। ফ্যাশন ডিজাইনার থেকে ক্যামেরা ম্যান তাঁরাও চান দর্শকদের সামনে নতুন কোন ঝলক তুলে ধরতে। তার জন্যে তাঁরাও মাঝে মাঝে ডাক দেন বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্বদের। সে জন্যই আজকাল চেনা স্বাদের বাইরে সেজে ওঠেন সেলিব্রেটিরাও।

এর মধ্যে সম্পূর্ণ নতুন সাজে দেখা দিলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। ‘এক্কা দোক্কা’র রাধিকার দিদি অঙ্কিতা এখন বেশ জনপ্রিয় ছোট পর্দায়। লীনা গঙ্গোপাধ্যায় পরিচালিত ধারাবাহিক ‘ এক্কা দোক্কা’ তে চলছে বিয়ের সিজন। যারা ধারাবাহিক নিয়মিত দেখে তারা জানে রাধিকার দিদি অঙ্কিতার বিয়ে। লাল বেনারসীতে সেজে উঠতে দেখা গেলো তাঁকে।

তবে তার বাইরেও এবার বিয়ের মন্ডপ ছেড়ে কুমোরটুলিতে তিনি। লীনা গঙ্গোপাধ্যায়ের ফ্যাশন ডিজাইনার একটু অন্যরকম অভিনব সাজে তাঁকে সাজালেন। বেগুনি শাড়ি ও ওড়নায় বিয়ের সাজে সেজে উঠলেন অঙ্কিতা। থিমের বিয়ে এবার দেখা যাবে পর্দায়।

অঙ্কিতা নয়, সমগ্র সেটের সব পুরুষ মহিলা সেজে উঠলেন বেগুনি রঙে। বিয়ের মন্ডপ ছেড়ে অঙ্কিতা বেগুনি শাড়ি পরে, হাতে নিয়ে কাজললতা,দাঁড়িয়ে দুর্গা মূর্তির সামনে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুললেন।

সাধারণত লাল বেনারসীতেই বাঙালির সাবেকি বউদের দেখা যায়। নতুন বউ মানেই চিরাচরিত লাল বেনারসি লাল ওড়না ভেসে ওঠে আমাদের মনে। কিন্তু এই কনে আলাদা। বদলের পালে হাওয়া লাগালেন তিনি। চিরাচরিত সীমাবদ্ধতা পেরিয়ে এখন মেয়েরা যে এগিয়ে চলেছে এটা তারই প্রমাণ। তারই প্রতীক হিসেবে বেগুনি শাড়িতে দেবী দূর্গার অবয়বের সামনে একেবারে ভিন্ন সাজ পোশাকে নিজেকে তুলে ধরলেন অপরাজিতা।

Aparajita Ghosh Das1 cleanup

রাধিকা অঙ্কিতার বাবাকে বিয়ের মন্ডপ থেকে নিয়ে যাওয়া হবে। এমনকি অঙ্কিতার বিয়েটাও অসম্পূর্ণ রয়ে যাবে। রাজলক্ষ্মী শ্রীকান্ত, ইতি শ্রীকান্ত, পোস্ত বড়পর্দায় একাধিক ছবির মুখ হয়ে ওঠার পর এবার বহুদিন বাদে অপরাজিতা ছোট পর্দায় নেমে আসলেন।

Nira

                 

You cannot copy content of this page