Connect with us

Bangla Serial

শুরু না হতেই ট্রোলের মুখে ‘এক্কাদোক্কা’র প্রোমো!’শুরু সবার এক,তারপর তো রাধিকাকে পোখরাজের মা ঠাকুমার মন জয় করতেই হবে’, কটাক্ষ করছেন নেটিজেনরা

Published

on

Pokhraj Radhika

কিছুদিনের মধ্যেই স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘এক্কা দোক্কা’। চ্যানেলের তরফে প্রকাশ পেয়েছে তার প্রমো। এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে শ্রীময়ীর ডিঙ্কা এবং মোহরকে। ধারাবাহিকে জুটি বেঁধেছেন তারা। প্রমো দেখে বেশ উন্মাদনা দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে।

ধারাবাহিকে নায়ক সপ্তর্ষি মৌলিক ও নায়িকা সোনামণি সাহা। দুই ডাক্তার বাড়ির লড়াইয়ের গল্পে তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেন বাড়ি এবং মজুমদার বাড়ির সদস্যরা সকলেই ডাক্তার। সেন বাড়ির ছেলে পোখরাজ এবং মজুমদার বাড়ির মেয়ে এমবিবিএস ফাইনাল ইয়ারের পড়ুয়া। তারা দু’জনে বেস্ট ডাক্তার হওয়ার লড়াই শুরু হয়।

প্রমোতে দেখানো হয়েছে, পরীক্ষার রেজাল্টে পোখরাজ প্রথম স্থানে এবং রাধিকা দ্বিতীয় স্থান আধিকার করেছে। ফলস্বরূপ পোখরাজের বাড়িতে আনন্দের জোয়ার। কিন্তু রাধিকা ক্ষোভে ফেটে পড়েছে। যদিও রাধিকার বাবা নম্বর নয় ভালো ডাক্তার হওয়ার কথা তাকে বলে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

ভিডিও দেখে নেটিজেনরা ট্রোলড করতে শুরু করেছেন। তারা কটাক্ষের সুরে বলছেন, তাড়াতাড়ি বিয়ে যেন না দিয়ে দেওয়া হয় পোখরাজ ও রাধিকার। আবার কেউ কেউ বলছেন সেই শাশুড়ি ননদের ঝগড়া দিয়েই শেষ হবে ধারাবাহিক।