জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ভক্তদের জন্যই আবার এক হলেন সৌমি এবং আদৃত! একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে সেলফি সিড-মিঠাইয়ের তাও আবার রিয়াল লাইফে, চোখে জল মিঠাই ভক্তদের

এতদিন ধরে আমরা একটা বিষয় জেনে এসেছিলাম যে আদৃত এবং সৌমিতৃষার মধ্যে এখনো মিল হয়নি।‌দু’জনের মধ্যে এখনো শুটিং সেটেই ডায়লগের জন্য কথা হয়। তা বাদে উপেক্ষাই করেন একে অপরকে। এমনকি আদৃত পিছনে আসছে দেখে সৌমি ভিডিও থামিয়ে দিয়েছিল। আবার আদৃত ভক্তদের সঙ্গে কথা বলার সময় সৌমি পিছন দিয়ে হেঁটে চলে গেছিল। একদম পাত্তা দেয়নি আদৃতকে।

কিন্তু এবার ভক্তদের জেদের কাছে হার মানতে হলো দুজনকেই। একসঙ্গে আবার দেখা গেল মিঠাই আর সিদ্ধার্থকে।‌ এতদিন পরে দু’জনকে দেখা গেল একসঙ্গে। এক ফ্রেমে ধরা দিলেন দু’জন। তাও এক ভক্তের সঙ্গে।

Mithai1

ভারত লক্ষ্মী স্টুডিওতে প্রতিদিন অগণিত ভক্ত আসেন মোদক পরিবারের সঙ্গে। বিশেষ করে বেশিরভাগ মানুষ আসে মিঠাই এবং সিদ্ধার্থকে দেখবে বলে। আগে দুজনকে একসঙ্গে দেখা যেত এবং একসঙ্গে ইন্টারভিউ দিতেন দুজনে তবে এখন আলাদা আলাদা দেন। কিন্তু এক ভক্ত নাছোড়বান্দা।

Mithai1.

গতকাল তিনি জেদ ধরেছিলেন যে মিঠাই আর সিডি বয়ের সঙ্গে একসঙ্গে ছবি তুলবেন।এই বাধ্য হয়ে মিঠাইকে মাঝখানে রেখে সিদ্ধার্থ একটা সেলফি তুলল সেই ভক্তের সঙ্গে। এভাবেই এতদিন পর একসঙ্গে আমরা এক ফ্রেমে দেখতে পেলাম দুজনকে তাও আবার রিয়েল লাইফে।

Sid Mithai1

হাসিমুখ দুজনেরই খুব একটা নেই তবে আস্তে আস্তে বরফ গলছে। এভাবেই ভক্তদের জন্য মনে হচ্ছে মিলন হবে দুজনের আর ভুল ধারণা ভাঙবে সকলের।

Piya Chanda

                 

You cannot copy content of this page