জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রূপসার পথেই মানসী! দ্বিতীয় সন্তানের জন্মের তিন মাসেই কাজে ফিরলেন মানসী সেনগুপ্ত! কোন চরিত্রে দেখা যাবে এবার?

কিছুদিন আগেই একেবারে দুধের শিশুকে কোলে করে আবার অভিনয়ে ফিরেছেন ‘রুপসা চ্যাটার্জি’ (Rupsa Chatterjee)। আর এবার রূপালি পর্দায় ফিরে এলেন টেলিপাড়ার আরও এই চেনা মুখ ‘মানসী সেনগুপ্ত’ (Manosi Sengupta), তবে এই ফিরে আসার গল্প একেবারেই সাধারণ নয়। মাত্র কয়েক মাস আগেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সেই মাতৃত্বের আনন্দ এখনও টাটকা, এরই মাঝে শুটিং ফ্লোরে পা রাখলেন তিনি। নতুন ভূমিকা, নতুন দায়িত্ব, সব সামলে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন মানসী।

মাতৃত্বকে কোনওভাবেই বাধা হতে দিলেন না নিজের পেশাদার জীবনে। উল্লেখ্য, চলতি বছরের ১৯ মার্চ পুত্রর আগমনে আরও রঙিন হয়েছে মানসীর পরিবার। কিন্তু তাঁর জীবনের গতি এতটুকুও থেমে থাকেনি। সন্তানের জন্মের পর খুব অল্প সময়ের মধ্যেই নিজের হাতে গাড়ি চালিয়ে হাসপাতালে থেকে ফিরে আসা অভিনেত্রী যেন শুরু থেকেই বুঝিয়ে দিয়েছিলেন—এই মা কিন্তু থামার পাত্রী নন, আরও একবার তা প্রমাণ করে দিলেন।

ইতিমধ্যেই তাঁর সদ্যোজাত ছেলেকে নিয়ে একটি ফটোশুট ভাইরাল হয়েছে নেটমাধ্যমে, যেখানে ধরা পড়েছে এক মা ও অভিনেত্রীর নিখাদ ভালোবাসা। মাতৃত্বের সময়ও থেমে থাকেননি মানসী। অন্তঃসত্ত্বা অবস্থাতেও ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে কাজ করে গিয়েছিলেন তিনি। সেই সময়ে এক সাক্ষাৎকারে বলেছিলেন, মা হওয়ার পরেও দীর্ঘ বিরতিতে বিশ্বাসী নন তিনি। সে কথার পূর্ণতা যেন আবারও মিলল তাঁর এই প্রত্যাবর্তনে।

দর্শকমহলে এখন প্রশ্ন, কোথায় দেখা যাবে মানসীকে এবার? উত্তরের ইঙ্গিত মিলেছে স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’তে। শোনা যাচ্ছে, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে তাঁকে দেখা যাচ্ছে রাজবাড়ির গৃহবধূর সাজে। যদিও চরিত্রটি নেতিবাচক না ইতিবাচক, তা এখনও স্পষ্ট নয়।

তবে মানসীর অনুরাগীরা ইতিমধ্যেই উচ্ছ্বসিত। প্রসঙ্গত, এই পুত্রসন্তান মানসীর দ্বিতীয় সন্তান। তাঁর প্রথম সন্তান একটি মেয়ে। দুই সন্তানকে নিয়ে মানসীর সংসার এখন পূর্ণতা পেয়েছে, আর তাঁর পেশাও ফিরে পেয়েছে চেনা ছন্দ। ব্যক্তিগত জীবনের এই খুশির সময়ে ফের ছোটপর্দায় দেখা মিলবে এই মায়ের, অভিনেত্রী হিসেবে তাঁর নতুন ইনিংস দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page