জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পর্দায় সাপে-নেউলে সম্পর্ক এদিকে বাস্তবে খড়ি-রাহুল কেমন? উত্তর দিলেন অনিন্দ্যই

এই মুহূর্তে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে গাঁটছড়া। দুর্দান্ত গল্প এবং মূল চরিত্রে অভিনয় করা তারকারা এতটাই জনপ্রিয় যে ধারাবাহিকটি দর্শকদের মনের কাছে পৌঁছতে বেশি সময় লাগেনি। শোলাংকি এবং গৌরব চ্যাটার্জী অভিনয় করছেন খড়ি এবং রাহুলের ভূমিকায়।

পরিবারের ভালো-মন্দ দুই মিশিয়ে এই গল্প। এখনো পরকীয়া ঘটিত কোন ব্যাপার আসেনি। তবে নিজের ভাই-বোনের বিরুদ্ধে খুব রেষারেষি দেখানো হয় বলে কিছু অসুবিধা হয় দর্শকদের। কিন্তু সেটা তো এখন বাস্তবেও যে হচ্ছে না সেটা তো বলা যায়না।

তাই এটা নিয়ে বেশি আপত্তি নেই দর্শকদের। রাহুল আর ঋদ্ধি নিজের মায়ের পেটের ভাই না হলেও রাহুল যে বারবার ঋদ্ধির ক্ষতি করার চেষ্টা করে আর নিজের বৌদির কাছে বকা খায় সেটা দেখে ভালো লাগে দর্শকদের।

অন্যদিকে বোন দ্যুতি সর্বদাই দিদি খড়ির ওপর অত্যাচার করে। সেটা দেখে মাঝে মাঝে রেখে যায় দর্শকরা। কিন্তু তার জন্য দিদির কাছে শাস্তিও পায়। অর্থাৎ ভাই-বোনের সম্পর্ক গুলো এখানে সাপে-নেউলে।

তবে বাস্তবে কিন্তু রাহুল অর্থাৎ অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জীর সঙ্গে বেশ বন্ধুত্বের সম্পর্ক খড়ি অর্থাৎ নায়িকা শোলাংকি রায়ের। উত্তর দিলেন রাহুল নিজেই। সম্প্রতি তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন খড়ির সঙ্গে। একে অপরকে জড়িয়ে ধরে আছে। এ থেকেই বোঝা যাচ্ছে দুজনের সম্পর্ক কেমন।

Piya Chanda

                 

You cannot copy content of this page