জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Gouri Elo: মা কালীর খাঁড়া উড়ে উড়ে হাতে এসে পড়ল গৌরীর, নিজে থেকেই খুলে গেল লম্বা চুল, সঙ্গে মুখে কোষ্ঠকাঠিন্যের এক্সপ্রেশন! অসম্ভব বিরক্তিকর লাগে এই গৌরীকে, কটাক্ষ নেটিজেনদের

জি বাংলার একটা অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো গৌরী এলো। মূলত ধর্মীয় মাহাত্ম্য দিয়ে তৈরি বলে এই ধারাবাহিকের জনপ্রিয়তা ভীষণ বেশি।মহিলারা আবার প্রচন্ড পছন্দ করেন নায়ক ঈশানকে কিন্তু নায়িকা গৌরীকে কেউ সহ্য করতে পারেন না। ডান্স বাংলা ডান্স থেকে এসেছে এই ধারাবাহিকের নায়িকা কিন্তু অভিনয় একদম ভালো না।

মোহনা মাইতি এখন দশম শ্রেণীতে পড়েন তাই অনেকেই বলছেন যে ভবিষ্যতে হয়তো ভালো অভিনয় করবে তবে বাকিরা বলছে যে দেখতে দেখতে তো প্রায় নয় মাস হয়ে গেল ধারাবাহিকে অভিনয় করছে গৌরী। এতদিনে তো উন্নতি হয়ে যাওয়ার কথা।ধারাবাহিকটি বেশ কয়েক মাস ধরেই প্রথম পাঁচে থাকছে এমনকি মিঠাইকেও হারিয়েছে তবে সকলেই বলছেন এটার মধ্যে গৌরীর কোন কৃতিত্ব নেই, সবটাই গল্পের জোরে হচ্ছে।তবে মাঝে মাঝে এমন সব জিনিস দেখানো হয় যেগুলো দেখতে পেয়ে হেসে গড়াগড়ি খান যুক্তিসম্পন্ন মানুষরা।

আজকেই যেমন দেখানো হচ্ছে যে গৌরীর হাতে উড়তে উড়তে চলে এসেছে মা কালীর খাঁড়া এবং তার লম্বা চুল নিজে থেকেই খুলে গেছে। সেই নিয়ে সে কিডনাপারদের সঙ্গে লড়াই করছে। যদি ভালো করে দেখা যায় তার হাতের ওই পাতলা সোনালী টিনের খাঁড়া হাওয়ায় লটপট করছে আর কিছুই হচ্ছে না।সেই সঙ্গে চুলগুলো উড়ে তাকে দেখতে ভীষণ হাসি পাচ্ছে কারণ মুখে এক্সপ্রেশন দেখলে মনে হবে গৌরীর কোষ্ঠকাঠিন্য হয়েছে।

সকলেই বলছে যে এবার গৌরী একটু অভিনয় শিখুক।পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের নিজের অভিনয় শেখানোর প্রতিষ্ঠান রয়েছে, সেখানে ভর্তি হয়ে যাক গৌরী।

Nira

                 

You cannot copy content of this page