Connect with us

Bangla Serial

TRP LIST: সব ওলোটপালোট হয়ে গেলেও মিঠাইরানী ধরে রেখেছে জায়গা!তবে টিআরপি রেটিংয়ে চমক কিন্তু রয়েছেই, দেখুন পুরো তালিকা

Published

on

Mithai trop

এসে গেছে টিআরপি লিস্ট। পরশুদিন গণেশ পুজো থাকায় গতকাল বার হয়নি কিন্তু আজকে একটু আগে টিআরপি বাড়তেই মাথায় হাত পড়ে গেছে সকলের। না আমাদের মিঠাই রানী প্রথম হয়নি। যে প্রথম হয়েছে সে হলো গৌরী এলো।

হ্যাঁ আপনারা পড়ে নিশ্চয়ই অবাক হয়ে গেছেন তবে ভাববেন না যে মিঠাই বিশাল পিছিয়ে পড়েছে। ০.১ পয়েন্টের তফাৎ মাত্র। মিঠাই কিন্তু গৌরীর এই সাফল্যে খুশিই হবে। পরপর দুটো টাইম স্লটে থাকা সিরিয়াল পরপর টিআরপি তালিকাতেও রয়েছে।

বাকি কে কেমন ফল করলো দেখা যাক।

5:00 PM : খেলাঘর (১.৬)
5:30 PM : গুড্ডি (৩.৮) | দিদি No.1 S9 (৩.০)
6:00 PM : নবাব নন্দিনী (৪.০) | পিলু (৪.৬)
6:30 PM : সাহেবের চিঠি (৫.৩) | খেলনা বাড়ি (৫.৯)
7:00 PM : গাঁটছড়া (৭.৮) | উমা (৬.৭) [Last Week]
7:30 PM : আলতা ফড়িং (৭.৭) | গৌরী এলো (৮.২)👑
8:00 PM : ধুলোকণা (৭.২) | মিঠাই (৮.১)
8:30 PM : মাধবীলতা (৬.২) [OPENING] | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৩)
9:00 PM : এক্কা দোক্কা (৫.৩) | এই পথ যদি না শেষ হয় (৫.৬)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.৩) | লালকুঠি (৪.৭)
10:00 PM : আয় তবে সহচরী (৪.৪) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৪.৩)
10:30 PM : গোধূলি আলাপ (৩.৩) | উড়ন তুবড়ি (৩.৪)
11:00 PM : সাহেবের চিঠি (১.৬) [Repeat] | শিশু ভোলানাথ (২.৩)

✨NON FICTION✨
রান্নাঘর (১.৩)
সা রে গা মা পা (৬.৩)
দিদি No.1 [সানডে ধামাকা] (৬.৫)
Dance Dance Junior (৪.৫)