জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Haragouri Pice Hotel: পুজোর নারকেল ভেঙে তার জল খাইয়ে ঐশানী জ্ঞান ফেরাবে হবু শাশুড়ির! “আপনাদের এই বুদ্ধির জন্যে অস্কার দেওয়া উচিত”, হরগৌরী পাইস হোটেলের নতুন প্রোমো দেখে চমকে উঠলো দর্শক

আজকাল বাংলা টেলিভিশনে বাংলা সিরিয়াল দর্শকদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের গল্প বিভিন্ন ধরনের প্রেক্ষাপট দর্শকরা দেখতে পাচ্ছে। এমন অনেক গল্প দেখানো হচ্ছে যেগুলি সমাজের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ এবং সাহায্যকারী হয়ে উঠতে পারে। আমার এমন অনেক গল্প দেখানো হচ্ছে যেগুলো বিতর্কিত হয়ে উঠছে ধীরে ধীরে।

1 3

এর মধ্যেই প্রচুর নতুন ধারাবাহিক নিয়ে এসেছে প্রথম সারির বাংলা চ্যানেলগুলো যেগুলো সব এক একটা ধারাবাহিক এক একটা গল্প নিয়ে তৈরি। সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল। স্টার জলসার এই ধারাবাহিক দেখে প্রথম থেকেই অনেকে বলেছিল হয়তো এর সঙ্গে পুরনো তোমায় আমায় মিলে ধারাবাহিকের মিল থাকতে পারে। যদিও সেই সমস্ত গুজবের মাঝেই ধারাবাহিক শুরু হয়েছে।

2 3

ধারাবাহিক শুরু হওয়ার সাথে সাথেই একটা নতুন ঝলক এসে উপস্থিত। আর এই ভিডিও দেখে দর্শকদের চোখ ছানাবড়া। এ যাবত ধারাবাহিতে এমন অনেক ধরনের বিষয় দেখানো হয়েছে যেগুলো বাস্তবে কল্পনা করা যায় না। এবার আবার তেমনই এক বিষয় দেখানো হলো। এই নিয়ে এই মুহূর্তে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

3 2
ভিডিওতে দেখা গেল ঐশানী সকলকে ঠাকুর দর্শন করাচ্ছে। এর মধ্যেই হঠাৎ করে শংকরের মায়ের মাথা ঘুরতে শুরু করে। এমনকি দরকারি ব্যাগ বাড়িতেই ফেলে আসে সে। এদিকে বাড়িতে সবাই সেই ব্যাগ পেয়ে রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে যে এখন কী হবে। তার মধ্যেই শঙ্করের মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তা দেখে ছুটে যায় ঐশানী। তার মাথায় লাল ওড়না উড়ে এসে পড়ে যেটা আবার শঙ্করের মা নিজের হবু বৌমার জন্য কিনেছিলেন। যাহোক করে সামনে নারকেল পেয়ে সেই গোটা নারকেল ভেঙে সেই জল খাওয়াতে যায় হবু শাশুড়িকে। ওদিকে ততক্ষণে শংকর রওনা দিয়ে দিয়েছে গাড়ি করে। নারকেল ভেঙে সেই জলও যে কাউকে খাওয়ানো যায় অজ্ঞান হয়ে গেলে এই ভাবনা কোন বাঙালির মাথায় এর আগে হয়তো আসেনি।

প্রোমো সামনে আসার পর থেকে দর্শকরা বলাবলি শুরু করে দিয়েছে সিরিয়ালের নায়িকারা সবকিছু করতে পারে। অনেকেই বলছে শুরু হয়ে গেল ড্রামা। এবার হবু শাশুড়ি ভালবেসে ফেলবে ঐশানীকে আর তারপরেও কি বিয়ে? অনেকেই এর মধ্যে আবার রীতিমতো এও বলাবলি শুরু করে দিয়েছে যে অনেকটা “তোমায় আমায় মিলে” ধারাবাহিকের মত লাগছে শুরুটা।

Nira

                 

You cannot copy content of this page