জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলার মহালয়ায় দুর্গা রূপে আসছেন কিশোরী খ্যাত অভিনেত্রী? অন্যদিকে শিব হবেন কে? দর্শকদের জল্পনা তুঙ্গে!

মহালয়া মানেই বাঙালির আবেগ, দুর্গাপুজোর শুভ সূচনা। আর এই মহালয়াকে কেন্দ্র করেই প্রতিবছর তৈরি হয় নানা চমক, নানা আলোচনার বিষয়। বিশেষত, কোন অভিনেত্রী হবেন ‘দুর্গা’, আর কারাই বা থাকবেন অন্যান্য দেবী রূপে—এই নিয়েই আগাম উত্তেজনা তৈরি হয় দর্শকদের মধ্যে। সম্প্রতি এমনই এক বড় চমকের ইঙ্গিত মিলেছে টলিপাড়া থেকে। এবার নাকি জি বাংলার মহালয়ায় দেবী দুর্গা রূপে দেখা যাবে একজন জনপ্রিয় টেলি ও ফিল্ম অভিনেত্রীকে, যিনি ইতিমধ্যেই দেবের বিপরীতে কাজ করে টলিউডে নিজের জায়গা করে নিয়েছেন।

সূত্রের খবর, এবারের জি বাংলার মহালয়ায় মহিষাসুরমর্দিনী রূপে ধরা দেবেন অভিনেত্রী ইধিকা পাল। ‘আরব্য রজনী’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে হাতেখড়ি হলেও, ‘পিলু’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয়ের পরই ইধিকার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। বড়পর্দায় দেবের বিপরীতে ‘খাদান’ ছবিতে অভিনয়ের পর তাঁর কেরিয়ার নতুন মোড় নেয়। সেই ইধিকাই নাকি এবার দেবীর ভূমিকায়। যদিও চ্যানেলের তরফে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি, তবে ইধিকার কাছে প্রস্তাব গিয়েছে এবং তিনি তাতে সম্মতও হয়েছেন বলে জানা যাচ্ছে।

শুধু দুর্গা নন, দেবীর অন্যান্য রূপেও থাকবেন জি বাংলার একাধিক জনপ্রিয় মুখ। জানা গিয়েছে, দিতিপ্রিয়া রায়, অন্বেষা হাজরা, মোহনা মাইতি, ঈশানী চট্টোপাধ্যায়, এবং দিব্যাণী মণ্ডল সহ আরও কয়েকজন অভিনেত্রীকে দেখা যাবে এই বিশেষ অনুষ্ঠানে। শুটিং এখনও শুরু না হলেও, আগামী কিছুদিনের মধ্যেই মহড়া শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে।

জি বাংলার পাশাপাশি স্টার জলসাও কিন্তু পিছিয়ে নেই। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় স্টার জলসার মহালয়ায় এবারও দেবী রূপে থাকছেন কোয়েল মল্লিক। ২০১৭ সাল থেকে একাধারে কোয়েলকে স্টার জলসার মহালয়ায় দেখা যাচ্ছে। এবছরও ‘মাতৃরূপেণ সংস্থিতা’ নামে আয়োজন হচ্ছে মহালয়ার বিশেষ অনুষ্ঠান। প্রোমো প্রকাশ পেলেও এখনও কোয়েলের মুখ স্পষ্টভাবে দেখানো হয়নি। তবে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কোয়েল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

জি বাংলার মহালয়ায় ইধিকার বিপরীতে ‘মহাদেব’ রূপে কে থাকবেন, তা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। উঠে আসছে অভিষেক বসু ওরফে ‘রোহিত’-এর নাম। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে, স্টার জলসার মহালয়ায় কোয়েলের সঙ্গে শিব রূপে থাকবেন ‘পরশুরাম’ খ্যাত ইন্দ্রজিৎ বসু। এবার দর্শকের নজর থাকবে এই দুই চ্যানেলের মহালয়ার ‘দুর্গা’ ও ‘মহাদেব’-এর জুটির দিকে। ইধিকার নতুন অবতারে আত্মপ্রকাশ কীভাবে হয়, সেটাই এখন দেখার।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।
Piya Chanda