জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

উপহারে পাওয়া টেডি আদৃত দিয়ে দিলো মিঠাইকে! ঝগড়া কি মিটে গেল? উত্তেজনায় আর অপেক্ষা করতে পারছে না দর্শক

মিঠাই ধারাবাহিতে এখন এক টানটান উত্তেজনা চলছে। কোমায় চলে গিয়েছে মিঠাই রানী। স্ত্রীকে এই অবস্থায় দেখে ভেঙে পড়েছে উচ্ছে বাবু।

আসলে পর্দায় মিঠাই ও উচ্ছে বাবুর সম্পর্কটা ঠিক যেভাবে দেখানো হয়েছে একটা সাধারণ ও সুস্থ স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক এমনটাই হওয়া উচিত বলে দাবি করে দর্শক। তাই তারা এত ভালবাসে এই জুটিকে। ফলে এই জুটির দুঃখ মেনে নিতে পারছে না তারা।

এদিকে শুধু পর্দায় নয় বাস্তবেও এখন দুজনের মধ্যে একটা দূরত্ব চলে এসেছে। মাঝখানে দুজনের মধ্যে বেশ একটা ঝামেলা হয়েছিল এটা সকলেই জেনে গেছে। অনেকে মনে করছিল হয়তো দুজনের প্রেম চলছিল কিন্তু মাঝখানে চলে আসে তৃতীয় ব্যক্তি। আর সেই তৃতীয় ব্যক্তি আর কেউ নয় ধারাবাহিকেরই অন্যতম অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী।

তবে পরবর্তীকালে এই গুঞ্জনে জল ঢেলে দেয় সৌমীতৃষা নিজে। সে জানিয়ে দেয় কোন ব্যক্তিগত কারণে নয়, একটা কাজের জন্যই ঝামেলা হয়েছে আদৃত আর কৌশাম্বির সঙ্গে। বেশ কিছুটা সময় তাদের কথা বলা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। বিভিন্ন অনুষ্ঠানে তিনজনকে আর এক সঙ্গে দেখা যেত না।

এ নিয়ে খুব দুঃখ করেছে দর্শকরা। বারবার তারা নানাভাবে সোশ্যাল মিডিয়ায় মিঠাই আর উচ্ছে বাবুকে অনুরোধ করেছে আবার যেন দুজনের বন্ধুত্ব ঠিক হয়ে যায়। অবশেষে সেই সুদিন কি এসে গেলো?

আসলে দুটো ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে একটা ছবিতে দেখা গিয়েছে উচ্ছে বাবু অর্থাৎ আদৃত রায়ের হাতে একটি মিষ্টি টেডি বিয়ার তুলে দিচ্ছে তার এক ভক্ত। আরেকটি ছবিতে দেখা দিয়েছে মিঠাই হাতে সেই টেডি বিয়ার নিয়ে বসে রয়েছে হুইল চেয়ারে। তার পিছনে দাঁড়িয়ে রয়েছে মোদক পরিবারের অন্যান্য সদস্যরা, অর্থাৎ এই ধারাবাহিকের অন্যান্য কলাকুশলীরা।

দুজনের হাতে এই একই টেডি বিয়ার কেন? এ প্রশ্ন উঠেছে দর্শকদের মধ্যে। আগের থেকেই দশকরা অনুমান করছে তাহলে বোধহয় দুজনের মান-অভিমান ভেঙে গেছে। আবার হয়তো মিঠাই আর উচ্ছে বাবু বন্ধু হয়ে গেছে দুজন একে অপরের।

Nira

                 

You cannot copy content of this page