জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কমে গেছে খড়কুটোর টিআরপি, কলকাতা ছেড়ে মুম্বইয়ে সিদ্ধার্থের সঙ্গে জুটি বাঁধলেন তৃণা! ভাইরাল ভিডিও

বর্তমানে যেখানে ভালো কাজ সেখানেই তারকারা ছুটে যাচ্ছেন। টলিউড বা বলিউড বা হলিউড বা দক্ষিণী সিনেমা- কোনোটাই বাদ নেই। টোটা রায়চৌধুরী, স্বস্তিকা, পরমব্রত সকলেই ইতিমধ্যেই বেশ সুনাম অর্জন করে ফেলেছেন বলিউডে কাজ করে। এমনকি ছোট পর্দার তারকারাও সুযোগ পেয়েই ছুটে যাচ্ছেন সেখানে। এবার কি এই তালিকায় সামিল হলেন তৃণা সাহা? তিনি এমন এক ভিডিও পোস্ট করেছেন যা থেকে এই ইঙ্গিত মিলছে।

স্টার জলসা একসময়ে কাঁপিয়ে দিয়েছিল খড়কুটো সিরিয়াল। টিআরপি তালিকায় ভালো জায়গায় নিজেকে অনেকটা সময়ে ধরে রেখেছিল। কিন্তু পরে গল্পে একটু একঘেয়েমি চলে আসার কারণে ধীরে ধীরে জনপ্রিয়তা কমতে থাকে এবং সম্প্রচারের সময় পাল্টে দেওয়া হয়।

অন্যদিকে পরবর্তীকালে গুনগুনের ড্যাডি অর্থাৎ অভিষেক চট্টোপাধ্যায় প্রয়াত হলে বেশ গতি হারিয়ে ফেলে ধারাবাহিক। এরপর আবার উত্তেজনা বারে গুনগুনের সন্তান জন্মদানকে কেন্দ্র করে। তবে বাবার মৃত্যুর খবর সে পায়নি। এতে দর্শক আবার রেগে গেছে। সকলেই বলছে বাচ্চা হয়ে গেল অথচ তার ন্যাকামো এখনো কমেনি।

এতদিন ধরে এই চরিত্রে তুমুল সাফল্য অর্জন করেছেন তৃণা সাহা। কিন্তু এবার তাঁর নতুন রূপ। নায়িকাকে দেখা গিয়েছিল মুম্বইয়ে। অনেকেই ভেবেছে হয়তো ঘুরতে গিয়েছেন।

এবার বলি তারকা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বাঁধলেন। তাহলে কি বড় হিন্দি সিনেমায় দেখা যেতে চলেছে বাঙালি এই নায়িকাকে? এমনটা নয়। জোশ বলে একটি অ্যাপ রয়েছে যেখানে নানা ভিডিও পোস্ট হয়। সেখানেই একটা গানের শুটিং হয় মুম্বইয়ে আর বাংলার হয়ে গেছিলেন তৃণা। বাঙালি সাজে সাজলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় সেগুলি পোস্ট করছেন তিনি।

Piya Chanda

                 

You cannot copy content of this page