বাস্তব জীবনের থেকে একটু দূরে গিয়ে আধ্যাত্মিক কাহিনীতে মোড়া ‘গৌরী এলো’ ধারাবাহিক। ধারাবাহিক ‘গৌরী এলো’র ঈশান-গৌরী-র জুটি দর্শকদের বেশ প্রিয়। ধারাবাহিকে গৌরীর ভূমিকায় অভিনয় করছেন ‘ডান্স বাংলা ডান্স’ এর প্রতিযোগী ‘নবাগতা মোহনা মাইতি’। পাশাপাশি, ঈশান-এর ভূমিকায় রয়েছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। গল্পের শুরুর সময় দেখানো হয়, গ্রামের মেয়ে গৌরী আর শহরের ডাক্তারবাবু হল ঈশান।
গ্রামের চিকিৎসা কেন্দ্রে গিয়েই গৌরীর সঙ্গে ঈশানের আলাপ হয়। তারপর তাদের বিয়ে হয় ও গৌরী শহরে আসে। ঈশান-গৌরী একে অপরের সর্বদা ঢাল হয়ে থাকে। দুজনে শিব ও শক্তির উৎস। ঈশান মহাদেবের অংশ ও গৌরী কালির অংশ। গল্পকে দর্শকের সামনে রূপ দিতে কখনো হাই ভোল্টেজের ড্রামা তৈরী করা হয়, যা বহু ধারাবাহিকের দেখা যায়না। অনেকেই আবার এটাকে অতিরিক্ত নাটকীয়, লজিকবিহীন, ধর্মের নামে গোঁড়ামি বলে মনে করেন।
বেশ কিছুদিন গল্প এগোনোর পর লেখক ধারাবাহিকে ঈশানের মৃত্যু আনেন। পাশাপাশি আনা হয় গৌরী-ঈশানের সন্তান ছোট্ট একটি সদ্যজাত মেয়ে, যার বয়স কিছু মাস হবে। যদিও পরে জানা যায়, ঈশান বেঁচে রয়েছে, সে মৃত্যুঞ্জয় বাবা নাম ফিরে এসেছে। অন্যদিকে ছোট্ট মেয়ের সাথে অনেকগুলি প্লট আনা হচ্ছে ধারাবাহিকে। আমরা জানি, ধারাবাহিকে গৌরী আর ঈশানের বিরুদ্ধে প্রথম দিন থেকেই চক্রান্ত করে এসেছেন শৈলজা।
হয়তো এই শৈলজা-এর জন্যই ঈশান এই বেশে রয়েছে। গৌরী বারংবার তাকে মনে করানোর চেষ্টা করলেও সে সর্বদা বলে যে সে ঈশান নয়, সে হল মৃত্যুঞ্জয় বাবা। ঈশানের সামনে পুরনো কথা বলে গৌরী। যদিও ঈশান ভুলে যাওয়ার নাটক করছে। সে নিজেকে গৌরির সামনে আনতে চায় না। আর সেটা গৌরীও ধীরে ধীরে বুঝতে পেরেছে। কিন্তু সে তবুও ইন্দ্রের মুখ থেকে সমস্ত সত্যি কথা জানার প্রয়াস চালিয়ে যায়। অবশেষে সেই দিন সামনে এল। ঈশান নিজে গৌরীর পাশে এসে দাঁড়ালো।
সম্প্রতি ‘খেলনা বাড়ি’র একটি প্রোমো সামনে হল। যেখানে দেখা যায়, শৈলজা গৌরীর মেয়েকে মারতে যায়, আর ঠিক সেইসময় গৌরী তার হাত ধরে ফেলে ও চেঁচায়। ঠিক সেসময় গৌরীর পাশে এসে দাঁড়ায় ঈশান। তবে কি ঈশান এবার সকল সত্যির উদ্ঘাটন করতে চলেছে? শৈলজা-এর মুখোশ এবার ফাঁস হতে চলেছে। আবার ইন্দ্র-গৌরীকে একসঙ্গে দেখতে পাবেন দর্শক। এবার সন্তানকে নিয়ে নতুন পথ চলা শুরু ‘গৌরী এল’র।