জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জগদ্ধাত্রী না পরশুরাম? টিআরপি-র সিংহাসন ভাগ করে নিল দুই ধারাবাহিক, বিপাকে ফুলকি-পরিণীতা!

বাংলার ঘরে ঘরে সন্ধ্যে নামলেই শুরু হয় টেলিভিশনের লড়াই। দিনের শেষে পরিবারের সঙ্গে বসে মন দিয়ে দেখা হয় প্রিয় ধারাবাহিক, যেখানে জড়িয়ে থাকে আবেগ, ভালবাসা, আর অনেক সময় জীবনের প্রতিচ্ছবিও। সাধারণ মানুষদের জীবনের সঙ্গে একাত্ম হয়ে ওঠে চরিত্রগুলোর হাসি-কান্না। জগদ্ধাত্রী থেকে পরশুরাম, প্রতিটি ধারাবাহিক দর্শকের মনে গেঁথে গিয়েছে, যাদের প্রতিটি পদক্ষেপে চোখ রাখেন অগণিত দর্শক।

এই ভালবাসার মাপকাঠি হয়ে দাঁড়ায় টিআরপি (TRP)। কোনও ধারাবাহিকের গল্প জমে উঠলেই তার প্রতিফলন দেখা যায় নম্বরে, আবার গল্পে খামতি থাকলে এক ধাক্কায় নামতে হয় নিচে। ঠিক যেমন ‘পরিণীতা’ আর ‘চিরদিনই তুমি যে আমার’-এর মত পুরনো ধারাবাহিক এবার একধাপ পিছিয়ে গেলেও নতুন কিছু ধারাবাহিক ততটাই নজর কাড়ছে।

পর্দার চরিত্ররা যেভাবে একে অপরের সঙ্গে দ্বন্দ্বে মেতে থাকে, তেমনি বাস্তবেও ধারাবাহিকগুলোর মধ্যে চলে টিআরপি’র যুদ্ধ। প্রতিদিন দর্শকের ভালোবাসা কে বেশি পেল, সেটাই হয়ে দাঁড়ায় মূল প্রতিযোগিতা। নতুন গল্পের ঝাঁপিতে ‘রাঙামতী’, ‘পরশুরাম’-এর মতো ধারাবাহিক জায়গা করে নিচ্ছে তো পুরনোরা ধরে রাখছে নিজেদের আসন। এই লড়াইতেই তৈরি হয় নতুন ট্রেন্ড।

এই সপ্তাহে সবচেয়ে বেশি টিআরপি পেয়ে শীর্ষস্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ ও ‘পরশুরাম’, দুটোর রেটিংই ৬.৬। দ্বিতীয় স্থানে রয়েছে নতুন ধারাবাহিক ‘রাঙামতী’, যার রেটিং ৬.২। তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ এবং ‘পরিণীতা’, দুটির রেটিং ৫.৯। এরপর রয়েছে ‘গৃহপ্রবেশ’ এবং ‘চিরসখা’, দুটোর স্কোর ৫.২। পঞ্চম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ও ‘কথা’, যার রেটিং ৪.৯।

এবার দেখে নেওয়া যাক আজকের টিআরপি লিস্ট:

BT •• জগদ্ধাত্রী, পরশুরাম — 6.6
2nd •• রাঙামতী — 6.2
3rd •• ফুলকি, পরিণীতা — 5.9
4th •• গৃহপ্রবেশ, চিরসখা — 5.2
5th •• চিরদিনই তুমি যে আমার, কথা — 4.9

Piya Chanda

                 

You cannot copy content of this page