জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

TRP: দর্শকদের মাথায় বন্দুক ঠেকিয়ে টিআরপি আদায় করে নিল পুলিশ অফিসার জ্যাস সান্যাল ওরফে জগ্গু! সঙ্গে বিয়ের জোড়া চমক! “জয় মা জগদ্ধাত্রীর”, জয়গান গাইছে দর্শক

প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আসলেই বুক ধুকপুকানি বেড়ে যায় দর্শকদের। কারণ এই দিনেই তো প্রমাণ হবে কোন সিরিয়াল কাকে টেক্কা দিলো আর কে পা পিছলে পিছিয়ে গেলো টিআরপি প্রতিযোগিতায়। আর এখন তো একটা বিষয় খুব স্পষ্ট হয়ে গেছে যে টিআরপি না পেলেই সেই সিরিয়ালের পরিণত ভয়ঙ্কর।

আজ আবার সেই ফলাফল এলো সামনে। জি বাংলা জিতে গেলো। গোল দিয়েছে জগদ্ধাত্রী। একেবারে প্রথম স্থান অর্জন করলো সে। ঠিক পেছনেই ধাওয়া করছে দীপা আর সূর্য অর্থাৎ অনুরাগের ছোঁয়া। অর্থাৎ দর্শক একেবারে ড্রামা পছন্দ করছে বেশি কুটকাচালির থেকে। তাই তো আগের সপ্তাহে অনুরাগের ছোঁয়া লিড করলেও এই সপ্তাহে জগ্গু সব ছিনিয়ে পেলো গেলো সেরার তাজ।

আসলে সম্প্রতি এই সিরিয়ালে এসেছে টানটান উত্তেজনার পর্ব। স্বয়ম্ভুর সৎ ভাই উৎসব একজন ক্রিমিনাল। তাকে ধরার চেষ্টা করছে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু। এদিকে বিয়ের মণ্ডপে নিজের বৌদি জগ্গুর মাথায় বন্দুক ঠেকিয়ে রয়েছে সে। আর এই দৃশ্যই সবথেকে বেশি আকৃষ্ট করেছে দর্শকদের মনোযোগ। তার উপরে যে কৌশলে সে উৎসবকেই মাত দিলো সেটাও দেখার মতো। এত কিছু মিলিয়ে একেবারে টপ চার্টে উঠে এলো জগদ্ধাত্রী।

এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের বাংলার সেরা ৫- এর তালিকা:

১ম •• জগদ্ধাত্রী ৮.৩
২য় •• অনুরাগের ছোঁয়া ৭.৭
৩য় •• আলতা ফড়িং ৭.৪
৪র্থ •• খেলনা বাড়ি / ধুলোকনা / গাঁটছড়া ৭.১
৫ম •• গৌরী এলো ৬.৯

নতুন স্লট ••
মিঠাই ৬.৬ | নবাব নন্দিনী ৫.৬

Nira

                 

You cannot copy content of this page