জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Srijla song copy: কেসরিয়া থেকে দৃশ্য হুবহু টুকে দিল “পিহু” সৃজলার নতুন মিউজিক ভিডিও! “কপি করে পুজোর গান বের করেছ মন ফাগুনের মত?” চরম খোঁচা দিলো হেটার্সরা

এখন পুরোপুরি পুজোর আমেজ। আর পুজোর আমেজ মানে পুজোর খাওয়া দাওয়া, পুজোর ঘোরাঘুরি তার সঙ্গে পুজোর গান, পুজো স্পেশাল প্রেম। সে পর্দায় পুজোর প্রেম দেখানো হোক অথবা বাস্তবে পুজোর প্রেম হোক দুটোই রীতিমতো জমে যায় এই সময়।

John-Srijla: মহালয়ার সকালে মুক্তি পেল জন-সৃজলার মিউজিক ভিডিও! 'বাঙালিয়ানার আমেজটুকু নেই, ওয়েস্টার্ন ড্রেস,নাচের স্টেপ, এটা পুজোর গান?' রিলিজ ...

এবার বাস্তবে না হলেও পর্দায় পুজো স্পেশাল প্রেম তুলে ধরেছেন দুই জনপ্রিয় টেলি তারকা। অভিনেতা জন ভট্টাচার্য এবং অভিনেত্রী সৃজলা গুহ প্রথমবার জুটি বাঁধলেন পুজো স্পেশাল মিউজিক ভিডিওর জন্যে যা এর মধ্যে ব্যাপক হিট হয়ে গেছে। মিউজিক ভিডিওর নাম “এলো রে পুজো এলো”।

May be an image of 1 person and text

টেলিভিশনের বড় খলনায়ক ওমি আগরওয়াল ওরফে জন এবং মিষ্টি অভিনেত্রী পিহু ওরফে সৃজলা গুহকে এভাবে দেখতে পেয়ে অবাক ভক্তরা। পাশাপাশি অভিনেতা জনের নাচ দেখে তাঁর প্রেমে পড়েনি এমন বাঙালি মেয়ে এখনকার প্রজন্মে খুঁজে পাওয়া যাবে না। দুজনের একটা মিষ্টি পুজোর প্রেমের গল্প ফুটে উঠলো এই মিউজিক ভিডিওতে।

Screenshot 101

তবে এই নিয়ে দুজন এবার সমালোচনার মুখোমুখি। আসলে গানের মধ্যে কিছু দৃশ্যের সঙ্গে সম্প্রতি মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ব্রহ্মাস্ত্রর একটি গানের কিছু অংশের মিল খুঁজে পাওয়া গেছে। “কেসরিয়া” গানে ফুল ঝরে পড়ার দৃশ্য আর এই ভিডিওর এই অংশটি সম্পূর্ণ একই রকম লেগেছে মানুষের। পাশাপাশি ওই দৃশ্যের সময় যে পরিবেশ সৃষ্টি করা হয়েছিল দুই ক্ষেত্রে সেই পরিবেশ একই রকম লেগেছে। এই নিয়ে সমালোচনার শেষ নেই নেট দুনিয়ায়। হুবহু কেনো তারা টুকে দিলো একটা দৃশ্য সেই প্রশ্ন বারবার করছে সমালোচকরা।

Nira