জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জোনাকির কোন গোপন সত্য জেনে গেল ধ্রুব? এই রহস্য লুকিয়ে জোনাকির সঙ্গে?মিত্তির বাড়ির নতুন প্রোমোতে টানটান উত্তেজনা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’ (Mittir bari)। অন্য ধাঁচের এক গল্প নিয়ে শুরু হয়েছিল মিত্তির বাড়ি। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন আদৃত রায় ও পারিজাত চৌধুরী। ধ্রুব ও জোনাকি চরিত্রে অভিনয় করছেন তারা। প্রথম দিন থেকেই তাদের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। নতুন জুটির কেমিস্ট্রি মন জিতেছিল ভক্তদের।

খুব বেশিদিন হয়নি ধারাবাহিক শুরু হয়েছে। এর মধ্যেই গল্পের মোড়কে টুইস্ট দিয়ে মুড়িয়েছে এই ধারাবাহিক। একের পর এক চমকপ্রদ টুইস্টে দর্শকদের মন ভরিয়ে চলেছে এই মেগা। এর মাঝেই এক নতুন প্রোমো মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই প্রোমো এক কথায় অনবদ্য। আসন্ন প্রোমোতে রয়েছে টানটান উত্তেজনা সঙ্গে রয়েছে ভক্তদের নানান প্রশ্ন। কি আছে সেই প্রোমোতে জেনে নেওয়া যাক।

অনন্যা গুহ, সুকান্ত কুন্ডু, engagement, Tollywood

ধারাবাহিকের প্রত্যেক মোড়কে ধ্রুব ও জোনাকির সম্পর্কের জটিলতা এবং তাদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সম্প্রতি একটি নতুন প্রোমো প্রকাশ করেছে। দর্শকরা এই প্রোমো দেখে তাদের উচ্ছাসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া প্রোমোতে দেখা যাচ্ছে জোনাকি একটি মন্দিরে তার আইন সম্পর্কিত একটি বই ঠাকুরের কাছে উৎসর্গ করছে, এবং তার সঙ্গে বলছে, “ অনেক সাধ করে ‘ল’ পড়ার জন্য এই বইগুলো কিনেছিলাম, ভেবেছিলাম লইয়ার হয়ে মায়ের কেসটা আমি নিজে লড়বো।”

জোনাকি যখন ঠাকুরের স্থানে বইগুলো রাখার সময় এই কথা গুলো বলছিলো ঠিক তখনই সেখানে ধ্রুব পৌঁছে যায়। জোনাকি তাকে দেখতে পেয়ে হাত দিয়ে নিজের পিছনে বইগুলো লুকিয়ে নেই কিন্তু ধ্রুব জোর করে তার হাত সামনে বের করে আনে। ধ্রুব কি তবে জোনাকির সত্যিটা জেনে গেলো?

সোশ্যাল মিডিয়ায় প্রোমোর এই ক্লিপটি সামনে আসতেই আনন্দে উৎফুল্ল দর্শক। জোনাকির তার মায়ের কোন কেসের ব্যাপারে কথা বলেছে জানতে উৎসুক দর্শক। এই প্রোমো বেশ উপভোগ করেছেন তারা। তবে ধারাবাহিকের আগামী পর্বেই জানা যাবে আসলে কি হতে চলেছে এবং কোন দিকে গল্পের মোড় এগোবে। ধারাবাহিকটি সোম থেকে শনিবার রাত ৯টায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page