নতুন বছরের শুরুতেই টেলিপাড়ায় যেন একের পর এক শুভ খবরের হাওয়া। কাজের ব্যস্ততার মাঝেই ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন একাধিক তারকা। কখনও শুটিং ফ্লোর, কখনও সমাজ মাধ্যমে মিলিয়ে বিয়ের খবরে মুখর ইন্ডাস্ট্রি। সেই তালিকায় যেমন রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, প্রিয়াঙ্কা মিত্র, অনন্যা গুহ, সম্প্রতি যোগ হয়েছেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি।
আর এই সব খবরের মাঝেই নতুন করে আলোচনায় উঠে এল আরও এক পরিচিত মুখ! বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে অভিনেতা ‘বিশ্বাবসু বিশ্বাস’ (Biswabasu Biswas) নতুন নাম নন। বিভিন্ন ধারাবাহিকে নানান চরিত্রে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। বিশেষ করে জি বাংলার ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের ‘ভূপাল’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। পর্দার বাইরেও এবার জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেতা।
এই খবরেই এখন কৌতূহল অনুরাগীদের মধ্যে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই চার হাত এক হতে চলেছে বিশ্বাবসু ও তাঁর সঙ্গিনীর। আগামী ২৩ জানুয়ারি সামাজিক রীতিনীতির মধ্য দিয়েই বিয়ে সারবেন তাঁরা। পাত্রী ঐশিকী ঘটক, যিনি বিষ্ণুপুরের বাসিন্দা। অভিনয় এবং নাটকের সঙ্গে তাঁর যোগ গভীর। বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে পড়াশোনা করছেন তিনি।
দুই জনের পরিচয় এবং বোঝাপড়ার গল্প অবশ্য তাঁরা আপাতত নিজেদের মধ্যেই রাখছেন। বিয়ের আয়োজন নিয়ে খুব বেশি জাঁকজমকের পথে হাঁটছেন না অভিনেতা। জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান হবে বিষ্ণুপুরেই, পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে। এরপর ২৮ জানুয়ারি কলকাতায় আয়োজন করা হয়েছে প্রীতিভোজের। ছিমছামভাবেই সবটা করতে চাইছেন তাঁরা, এমনটাই ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুনঃ নাস্তিক অদ্বিতীয়া প্রথমবার ঈশ্বরের শরণাপন্ন, ভালোবেসে ফেলল গোরাকে! কলকাতার বিলাসবহুল জীবন ছেড়ে নবদ্বীপে সংসারের কঠিন সিদ্ধান্ত! রূপের জায়গায় কি দাঁড়াতে পারবে নয়া দিতি? গোরা কি তাকে স্বীকার করবে স্ত্রী হিসেবে?
নিজের বিয়ে নিয়ে এক বিশ্বাবসু জানিয়েছিলেন, সব কিছুই হচ্ছে একেবারে সাধারণ নিয়ম মেনেই। যেমনটা হয় আর কী, পরিকল্পনা থেকে প্রস্তুতি, আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা। তাঁর কথায় আলাদা কোনও নাটকীয়তা ছিল না, বরং ছিল এক স্বাভাবিক এক উত্তেজনা। পর্দার চরিত্র থেকে বাস্তব জীবনে, এই নতুন যাত্রার শুরুতে শুভেচ্ছার বন্যায় ভাসছেন অভিনেতা, আর অপেক্ষায় রয়েছেন দর্শকরাও।
