জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অপরাজিতা অপুর সুস্মিতার পর এবার স্টার জলসায় নতুন সিরিয়ালে আসছেন কৃষ্ণকলি! হইচই সোশ্যাল মিডিয়ায়

কিছুদিন আগেই জানা গিয়েছে যে জি বাংলার অপরাজিতা অপু ধারাবাহিকের সুস্মিতা দে স্টার জলসার নতুন সিরিয়ালে নামছেন। বিপরীতে থাকবেন দেবজ্যোতি রায়চৌধুরী। শাশুড়ি আর বৌমার গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ধারাবাহিক।

এবার জানা গেল জি বাংলার কৃষ্ণকলি তিয়াসা রায় চলে যাচ্ছেন স্টার জলসার একটি ধারাবাহিকে। এর আগে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে দেখা গিয়েছিল এই নায়িকাকে।

আজ আবার সেই জল্পনা প্রমাণিত হলো। জানা গেছে তিয়াসা যে ধারাবাহিকে অভিনয় করবেন সে ধারাবাহিকে প্রযোজনা করছে টেন্ট প্রোডাকশন। ধারাবাহিকের নায়ক কে সেটা জানা যায়নি। তবে জি বাংলা থেকে সরাসরি প্রতিদ্বন্দ্বি চ্যানেলে চলে যাওয়ায় বেশ অবাক হয়েছে দর্শকরা।

দেখে জানা গেছে শ্রীময়ী চরিত্রে অভিনয় করা ইন্দ্রানী হালদার আবার জি বাংলায় ফিরতে চলেছেন গোয়েন্দা গিন্নি ধারাবাহিক নিয়ে। এর আগেও ধারাবাহিকটি চলছিল এবং বেশ ভালো জনপ্রিয় হয়ে উঠেছিল। অন্যদিকে দেশের মাটি ধারাবাহিকের মাম্পি অর্থাৎ রুকমা রায় জি বাংলার লালকুটি ধারাবাহিকে অভিনয় করছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page