জি বাংলার সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই আর বর্তমানে স্টার জলসার সব থেকে জনপ্রিয় ধারাবাহিক হলো গাঁটছড়া। মিঠাইয়ের সঙ্গে গাঁটছড়ার একটা অদৃশ্য প্রতিযোগিতা চলে সবসময় টিআরপি রেটিংয়ে। দুটো এক সময় হয় না তাই স্লট পাওয়ার লড়াই টা নেই।তবে জগদ্ধাত্রীতে যা বাজে গল্প দেখানো হচ্ছে তাতে গাঁটছড়াই সব সময় স্লট পাবে এটাই আপাতত মনে করা হচ্ছে।
তবে এবার শোনা যাচ্ছে যে, গাঁটছড়াতে নাকি পুরুষ চরিত্রদের বদলে দেওয়া হচ্ছে। এমনকি মহিলাদেরও বদলে দেওয়া হচ্ছে।তাহলে কি আমরা সোলাঙ্কি রায় গৌরব চ্যাটার্জিকে দেখতে পাবো না? এমনকি শ্রীমা ভট্টাচার্য এবং অনিন্দ্য চ্যাটার্জিকেও দেখতে পাবো না? এরকম একটা খবর বাজারে ছড়িয়ে পড়ল কেন?
তার অবশ্যই কারণ আছে। আসলে গাঁটছড়া আবার আসছে টিভিতে। না না রিপিট টেলিকাস্ট ভাববেন না। আসলে স্টার জলসা হিন্দি রিমেক করছে এই ধারাবাহিকের। আর সেখানে ক্রুশল আহুজা যেকোনো এক ভাইয়ের চরিত্রে থাকবেন তবে ক্রুশল যে রকম রাফ অ্যান্ড টাফ লুকে থাকেন তাতে সকলেই চাইছেন যে তিনি যেন ঋদ্ধিমান সিংহ রায়ের চরিত্রটাই হিন্দিতে করেন।
অর্থাৎ যারা চেয়েছিলেন ক্রুশল ছোট পর্দায় ফিরে তাদের জন্য কুশল ফিরছেন কিন্তু হিন্দি সিরিয়ালে। এবার আপনি ঠিক করুন আপনি কি ক্রুশল আহুজার জন্য সন্ধ্যা ৭ টার সময় স্টারপ্লাস খুলে বসবেন নাকি বাংলা গাঁটছড়া দেখবেন।