জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai: গত বছর জন্মাষ্টমীতে মিঠাই জেলে ছিল আর এই বছর থাকবে সিডি বয়! গোপালের কী যে মায়া কে জানে, এরপরে গল্প কোনদিকে এগোবে? চিন্তায় মিঠাই ভক্তরা

অনেকে আজকেই পালন করবেন অনেকে আবার আগামীকাল। বাঙ্গালীদের প্রিয় উৎসব জন্মাষ্টমী পালিত হবে ধুমধাম করে। গোপালের জন্মদিন বলে কথা আবার লোকনাথ ঠাকুরেরও তো আগামীকাল জন্মদিন। আগামীকাল বাঙালিদের ঘরে ঘরে উৎসব আবার পরশুদিন নন্দোৎসব রয়েছে।

এই সময় বিনোদন জগতে জন্মাষ্টমী নিয়ে হৈ হৈ পড়ে যায়। বাংলা ধারাবাহিকের একটা ট্রেন্ড রয়েছে যে, যখন যে উৎসব চলবে সেই নিয়ে গল্প দেখানো ধারাবাহিকে। বর্তমানে দেখানো হবে জন্মাষ্টমী স্পেশাল সব এপিসোড‌। বর্তমানে যে ধারাবাহিকের সবচেয়ে বেশি গোপালের প্রভাব সেটা হলো মিঠাই।গোপাল ছাড়া মিঠাই ধারাবাহিক অন্ধকার। অন্যান্য সব ধারাবাহিকে মোটামুটি জন্মাষ্টমী নিয়ে প্রোমো এসে গেছে তবে মিঠাইতে এখনই হই হই করে জন্মাষ্টমী পালন হবে সেটা বলা যাচ্ছে না। কারণ সিডকে ধরে নিয়ে যাবে পুলিশ ওমিকে খুনের দায়ে।

299187736 1528270904271769 3448671826557279505 n.jpg? nc cat=111&ccb=1 7& nc sid=5cd70e& nc ohc=fItjVNxVyYMAX8oQXTM& nc ht=scontent.fccu3 1

আর এখানেই গায়ে কাঁটা দিয়ে উঠছে নেটিজেনদের যারা মিঠাই একদম শুরু থেকে দেখে আসছেন। গত বছর জন্মাষ্টমীতে কী হয়েছিল মনে আছে? মিঠাই পৌঁছে গিয়েছিল জেলে। তখন মিঠাইকে স্ত্রী হিসেবে না মানলেও উচ্ছেবাবু কিন্তু দৌড়ে এসেছিল মিঠাইকে রক্ষা করতে। বিদেশ থেকে ছুটে এসেছিল জন্মাষ্টমীর দিন। বলেছিল যে, নিজের চোখে দেখলেও বিশ্বাস করবে না যে মিঠাই কোনো অন্যায় কাজ করেছে আর যদি করেও থাকে তার পিছনে কোন স্টোরি রয়েছে। সেই এপিসোড গুলো দেখে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলেন ভক্তরা।বিশেষ করে যখন সিদ্ধার্থ গোপালকে মিঠাইয়ের হাতে তুলে দেয় জেলের মধ্যে সেই দৃশ্য দেখে চোখের জল আটকে রাখতে পারেননি কেউই।

আজ এক বছর পর জন্মাষ্টমীতে উলটপুরাণ। সিডকে যেতে হচ্ছে জেলে, বিনা অপরাধে। সবকিছু দেখে কিছুতেই মিঠাই চুপ থাকতে পারছে না এবং গোপালের সাহায্য নিয়ে এসে সে বার করে আনবে সিডকে এইটুকু বিশ্বাস আমাদের আছে। কারণ অধর্মের উপর ধর্মের জয় চিরকাল হয়ে এসেছে।তাই সকলে দিন গুনছেন সিদ্ধার্থ জেল থেকে বার হয়ে আসবে আর দুজনে মিলে হৈহৈ করে পালন করবে গোপালের জন্মদিন।

298535164 1528271054271754 5735228168121122389 n.jpg? nc cat=100&ccb=1 7& nc sid=5cd70e& nc ohc=MBZE2o6thN4AX9BSP83& nc ht=scontent.fccu3 1

Pabitra