জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

হঠাৎ করেই উধাও! ‘মিত্তির বাড়ি’তে কেন দেখা যাচ্ছে না মানসী সিনহাকে? কারণ জানিয়ে বিস্ফোরক অভিনেত্রী

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিত্তির বাড়ি-তে অভিনয়ের মাধ্যমে বহুদিন পর ছোট পর্দায় ফিরেছিলেন টলিপাড়ার পরিচিত মুখ মানসী সিনহা। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান। এখন দর্শকের মনে প্রশ্ন, কেন হঠাৎ করে তাঁকে আর দেখা যাচ্ছে না? এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।

মানসী সিনহা কেবল একজন জনপ্রিয় অভিনেত্রী নন, সাম্প্রতিক সময়ে তিনি টলিউডের একজন সফল পরিচালক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর পরিচালিত এটা আমাদের গল্প ও ৫ নং স্বপ্নময় লেন সিনেমা দুটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তবে পরিচালনার পাশাপাশি তিনি অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং মিত্তির বাড়ি ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন। কিন্তু হঠাৎ করেই ধারাবাহিক থেকে তাঁর অনুপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

সম্প্রতি পরিচালকদের একটি বৈঠকে উপস্থিত ছিলেন মানসী সিনহা। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি মিত্তির বাড়ি ধারাবাহিকের জন্য কল টাইম পেয়েছেন কি না। উত্তরে তিনি সোজাসাপ্টা বলেন, “আমি এখন আর মিত্তির বাড়ির অংশ নই। তাই কল টাইম পাওয়ার প্রশ্নই আসে না।” তবে তিনি কি স্বেচ্ছায় ধারাবাহিক ছাড়লেন নাকি নির্মাতাদের পক্ষ থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি।

প্রসঙ্গত, মানসী সিনহা আগেও বলেছেন যে, তিনি সব সময় সত্য কথা বলতে পছন্দ করেন। অনেক সময় এই স্পষ্টবাদিতার কারণে কাজ হারাতে হয়েছে তাঁকে। এবারও কি সে কারণেই মিত্তির বাড়ি থেকে তাঁর বিদায়? যদিও এই বিষয়ে কোনো অভিযোগ বা আক্ষেপ প্রকাশ করেননি তিনি। বরং জানিয়েছেন, তিনি নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী এবং ভবিষ্যতে নতুন সুযোগের অপেক্ষায় রয়েছেন।

অভিনয় এবং পরিচালনা—দুই ক্ষেত্রেই দক্ষতা দেখিয়েছেন মানসী সিনহা। তাই কোনো একটি ধারাবাহিকে কাজ করা বা না করা তাঁর কেরিয়ারের জন্য বড় বাধা নয়। তবে ভবিষ্যতে মিত্তির বাড়ি-তে তাঁকে আবার দেখা যাবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। দর্শকদের অপেক্ষা করতে হবে নির্মাতাদের সিদ্ধান্তের জন্য।

Piya Chanda