জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দর্শকদের আনন্দ দিতে ফের ফিরতে চলেছে মীরাক্কেল! জন্মদিনে শো-এর ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়!

একটা সময় সন্ধ্যে নামলেই টিভির পর্দায় শুরু হত হাসির ঝড়। পরিবারের সকল সদস্য একসঙ্গে বসে উপভোগ করত কৌতুকভিত্তিক জনপ্রিয় রিয়্যালিটি শো—জি বাংলার ‘মীরাক্কেল’। প্রতিযোগীদের দুর্দান্ত পারফরম্যান্স, বিচারকদের চটজলদি মন্তব্য আর মীরের সঞ্চালনায় হাসির ফোয়ারা যেন দর্শকের মন ভরিয়ে দিত। এমনই এক শো, যার নাম শুনলেই দর্শকের মনে নস্ট্যালজিয়ার ঢেউ ওঠে।

২০০৬ সালের ১২ জুন শুরু হয়েছিল এই শো-এর পথচলা। সেই শুরু থেকে ২০২০ সাল পর্যন্ত চলেছিল একের পর এক ১০টি সিজন। আজ, ১২ জুন ‘মীরাক্কেল’-এর জন্মদিন। এই বিশেষ দিনে, শো-এর ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন ‘মীরাক্কেল’-এর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। তাঁর কথায়, এই শো-এর জন্ম এক্সপেরিমেন্ট হিসাবেই হলেও, পরবর্তীকালে জি বাংলাকে সর্বোচ্চ টিআরপি এনে দিয়েছিল ‘মীরাক্কেল’।

শুভঙ্কর জানান, শেষ সিজনের সময় বহু প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল তাদের। তার মধ্যে অন্যতম ছিল ওপার বাংলার প্রতিযোগীদের অংশগ্রহণ। আগের মত বাংলাদেশ থেকে প্রতিযোগীদের অডিশনে আনা, এখানে এনে শুটিং করা এখন আর আগের মতো সহজ নয়। আর দর্শকেরা যেহেতু ওপার বাংলার প্রতিযোগীদের বেশ পছন্দ করতেন, তাই সেই ঘাটতি স্পষ্ট ছিল।

পরিচালক জানান, শুধু সীমান্ত সমস্যা নয়, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে কৌতুক পরিবেশনের ক্ষেত্রেও রয়েছে কঠিন বাধা। এমন বিষয়ে ঠাট্টা-রসিকতা করলেই তা নানাভাবে বিরোধিতার মুখে পড়ছে। এই পরিস্থিতিতে চ্যানেল কর্তৃপক্ষ আর নতুন করে ‘মীরাক্কেল’ আনার ঝুঁকি নিতে চাইছে না বলেই মনে করছেন শুভঙ্কর

মীরাক্কেল মানেই মীর আফসার আলির জাদুকরী সঞ্চালনা। যদি শো ফেরে, মীর কি থাকবেন আগের মতই? শুভঙ্কর বলেন, ‘মীরের সঙ্গে বহুবার আলোচনা হয়েছে। ও নিজেও এই শো-এর প্রতি আবেগ রাখে। তবে বাস্তব সমস্যাগুলি এতটাই বড়, যে শুধু ইচ্ছা থাকলেই হবে না।’ তিনি আরও জানান, ‘শো-এর জন্মদিনে আমরা সবাই স্মৃতিচারণায় ডুবে থাকি। তবে আপাতত নতুন সিজনের পরিকল্পনা নেই।’

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page