বাংলা সিনেমা হোক কিংবা স্বল্পদৈর্ঘ্যের সিনেমা সব ক্ষেত্রেই আজকাল প্রচারের কৌশল অনেক পাল্টে গেছে। অনেক নতুন নতুন ধরনের আইডিয়া সামনে আসছে যা বেশ সৃজনশীল এবং প্রভাব বিস্তারকারী। তেমনি এক বিশেষ ধরনের পোস্টার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন মিঠাই খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। সেই পোস্ট নিয়ে বর্তমানে তোলপাড় সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এক মুখ হয়ে উঠেছেন ঐন্দ্রিলা। বর্তমানে মিঠাই এর নীপা একসময় শিশু শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। প্রথম নাচের হাত ধরেই তার টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎ আর তখন তিনি ছিলেন ছোট্ট এক সঞ্চালিকা। এরপর একে একে জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’ তে ‘করুণাময়ী’ চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য দর্শকদের নজর কেড়ে নেন। আজ পরিপূর্ণ এক নারী।
শুধুমাত্র ছোট পর্দা নয় নিজের অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে এবার তিনি স্বল্পদৈর্ঘ্যের সিনেমাতে অংশ নিয়েছেন। আর সেই সূত্রেই বিজ্ঞাপনের প্রচারের অংশ হয়ে উঠেছেন ঐন্দ্রিলা। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে এসেছে ‘বোধন’ ওয়েব সিরিজ যা মহিলাদের প্রতিবাদ করার এবং মহিলাদের উপর হওয়া অত্যাচার নিয়ে কথা বলবে। মুখ্য ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া ও সন্দীপ্তা।
এই সূত্রেই ঐন্দ্রিলার হাতে রয়েছে একটি পোস্টার। যেখানে লেখা ‘রাতে ভদ্র বাড়ির মেয়েরা রাস্তায় বেরোয় না’। এটা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে অভিনেত্রীকে ঘিরে যে তিনি কি সত্যি এই মানসিকতায় বিশ্বাসী? আসলে বয়স খুব কম হলেও এই সময়ের মধ্যেই ঐন্দ্রিলার বিশাল একটা ফ্যানবেস তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারা রীতিমতো ঐন্দ্রিলার বিভিন্ন পোস্ট এর উপর নজর রাখে।
View this post on Instagram
সম্প্রতি এই পোস্টারকে কেন্দ্র করে উঠে এসেছে নানা মুনির নানা মত। আসলে নেতিবাচকতার মাধ্যমে ইতিবাচক সামাজিক বার্তা দিতে চেয়েছেন ঐন্দ্রিলা, যেটা অনেকেই বুঝতে পারেনি। তাই তারাও নেতিবাচক দিক দিয়ে অভিনেত্রীকে বিচার করছে। কিন্তু নায়িকার বেশকিছু অনুরাগী রয়েছে যারা সবসময়ই তার পাশে রয়েছে এবং তারাও এবার নায়িকাকে সমর্থন করে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বোঝানোর চেষ্টা করছে এর অন্তর্নিহিত বার্তা।