জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai: গোপাল অন্ত প্রাণ মিঠাই রানী কিন্তু মিথ্যা কথা বলে, বৃষ্টিতে ভিজতে ভালোবাসে বলে ভিজে এসে ধরা পড়ার ভয়ে সৌমিকে সেটেই বানাতে হয়েছিল মিথ্যে গল্প! কী গল্প জানলে হেসে ফেলবেন

জি বাংলার মিঠাই ধারাবাহিক এখন শুধু জি বাংলার নয় গোটা বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। মিঠাই, উচ্ছে বাবু আর মোদক পরিবারকে একদিন না দেখলে দিন ভালো যায় না বিনোদনপ্রেমী বাঙালি দর্শকদের।

আর এর প্রভাব বারবার বোঝা যায় টিআরপি থেকে। ধারাবাহিক শুরুর সময় থেকে মিঠাই বরাবর বাঙালি দর্শকদের মন জয় করে এসেছে তার মিষ্টি কথায় এবং স্বভাবে।

Mithai TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5
তবে এর পাশাপাশি ব্যক্তিগত জীবনে মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু খুবই মিষ্টি প্রকৃতির মানুষ। তবে তার আচরণ এই বোঝা যায় একেবারেই শান্তশিষ্ট নয়। এর প্রমাণ আবার পাওয়া গেল এই ভিডিও থেকে।

এখন ভরা বৃষ্টির মরসুম। আর বৃষ্টিতে ভিজতে কে না ভালোবাসে? কিন্তু অভিনেতা-অভিনেত্রীদের কাছে বৃষ্টিতে ভেজাটা অতটা সহজ বিষয় নয়। বিশেষ করে শুটিং চলাকালীন মেকাপ নিয়ে আর পোশাক পড়ে এভাবে দৃষ্টিতে ভিজলে সমস্যা হতে পারে।

কিন্তু বেপরোয়া হয়ে উঠেছিল মিঠাই। চুপি চুপি বৃষ্টিতে ভিজে এসে একটা মিষ্টি করে মিথ্যা কথা বলে দিয়েছিল সে। এবার সেই ভিডিও এলো সামনে। জানেন কী মিথ্যে বলেছিল আপনার প্রিয় মিঠাই রানী?

আসলে মিঠাই নিজের মুখে স্বীকার করেছে সে বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে। তাই শুটিং চলাকালীন বৃষ্টি হচ্ছিল আর সে ভিজবে না এমনটা তো হতে পারে না। তাই চুপচাপ একা একা ভিজে চলে আসে। কিন্তু ধরা পড়ে যায়।

তবে ফাঁকি দিতে যে মিঠাই ওস্তাদ সেটা স্পষ্ট। সে বৃষ্টিতে ভিজে যখন আসে তখন তাকে জিজ্ঞাসা করা হয় সে এতটা ভিজলো কীভাবে? উত্তরে চটপট মিঠাই রানী একটা মিষ্টি গল্প বানিয়ে বলে দেয়। সে বলে মেকআপ রুম থেকে ফ্লোরে আসার পথে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর তাতে ভিজে গেছে সে।

কিন্তু এটুকু মিথ্যে বলেই থেমে থাকেনি মিঠাই রানী। সে বলে বসে যে যখন একবার ভিজেই গেল তখন একবার ভালো করে ঘুরে নিয়ে পুরোপুরি ভিজে চলে এলো। তারপরেই জানালো সে বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসে আর তাই যখনই বৃষ্টি হয় সে চুপচাপ দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে নেয়। কিন্তু মিঠাইয়ের এই মিথ্যে গল্পটা যে সবার সামনে চলে এলো এবার কী হবে?

Nira

                 

You cannot copy content of this page