মিঠাই এখন বেশিরভাগ বাঙালি দর্শকদের মন জুড়ে রয়েছে। দেখতে দেখতে এবার ধারাবাহিকের দেড় বছর পেরিয়ে গেল। এর মাঝখানে গল্প অনেক পাল্টে গেছে। কিন্তু এখন গল্প যে ধারায় চলছে তা বেশ একঘেয়ে লাগছে দর্শকদের কাছে।
গল্পে একটু দ্রুত আসুক এটাই চাইছে সবাই। সিড এখনো খুঁজে পায়নি সন্তোষ সৎপতি কার লোক? দর্শকরাও খুব রেগে গিয়েছে। তারা চাইছে এবার রহস্য ফাঁসের প্রোমো আসুক তাড়াতাড়ি। এর মাঝখানে আবার শুরু হয়ে গেল ট্রোলিং। এর কারণ রবীন্দ্র জয়ন্তী পালন। বুঝতে পারলেন না তো?
দেখা যাচ্ছে মিঠাই তো সোমবার এবং মঙ্গলবার পালন করা হবে রবীন্দ্র জয়ন্তী। হিসেব অনুযায়ী নয় এবং দশ তারিখ পালন করা হবে।
কিন্তু মিঠাইয়ের গল্প অনুযায়ী দেখানো হয়েছে সময় এগিয়ে গিয়েছে তিন মাস। অর্থাৎ যে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে সেটা জুলাই মাসে পালন করা হবে। কিন্তু এমনটা কেমন করে হয় সেটাই বুঝতে পারছে না কেন। সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষ শুরু হয়ে গিয়েছে। কি বলছে লেখিকা খেয়াল রাখতে পারিনি আবার কেউ বলছে এটা কবে থেকে তিন মাস এটা তো জানে না কেউ।