জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘ধুলোকণা শুধু বিয়ে দেখিয়ে টপে উঠে যায়, মিঠাইয়ে কী হয়?’ শ্বশুরের বিয়ে দিয়ে ধুলোকণার দর্শকদের কটাক্ষের মুখে মিঠাই রানী!

মিঠাই এবং ধুলোকণা দুটি ধারাবাহিকই এই মুহূর্তে দর্শকদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। দুই ধারাবাহিকে বেশ জমজমাট পর্ব চলছে এখন। কিন্তু এই নিয়ে দুই ধারাবাহিকের ভক্তদের মধ্যে লাগল ঝগড়া। সোশ্যাল মিডিয়ায় হল ভাইরাল।

নিজের বাবার বিয়ে দিয়ে ছাড়লো, মিঠাই ধারাবাহিককে যারা যারা পছন্দ করে না তারা এমনটাই বলছে এই ধারাবাহিকের উচ্ছে বাবুর বিরুদ্ধে। কিন্তু বাস্তবে এমনটা হয় না সেটাও নয়। এখন অনেক মানুষকে নিঃসঙ্গ অবস্থায় তার পরিবারই দেখতে পারে না। তাই নিজের সন্তানরাই এমন সিদ্ধান্ত নিয়ে নেয় তাদের নিঃসঙ্গ বাবা-মায়ের জন্য।

ঠিক এমনটাই দেখানো হয়েছিল মিঠাই ধারাবাহিকে। মিঠাই নিজের চোখে দেখতে পেয়েছে সমরেশ কিভাবে কষ্ট পাচ্ছে একা থেকে। তাই সে নিজের স্বামী অর্থাৎ সিদ্ধার্থকে বুঝিয়েছে যে অনুরাধার সঙ্গে সমরেশের বিয়ে দেওয়া হোক। সেই বিয়ে হয়তো এক সপ্তাহের মধ্যে দেখানো হয়ে যাবে। কিন্তু এই নতুন প্রোমো নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদের মধ্যে যারা একটু রেগে গিয়েছে বেশি তারা হলো ধুলোকণা ধারাবাহিকের ভক্তরা।

আসলে ধুলোকণা ধারাবাহিকে দেখানো হয়েছে যখন লালন আর চড়ুইয়ের বিয়ে হয় সেই সপ্তাহে এই ধারাবাহিকটি টিআরপির দিক দিয়ে শীর্ষ স্থানে ছিল।
এদিকে লালন আর ফুলঝুরির বিয়ের সময়ও আবার সেই স্থান দখল করেছিল এই ধারাবাহিক।

এমন ঘটনার জন্য মিঠাই ভক্তরা অনেকেই বলত যে শুধুমাত্র বিয়ে দেখিয়েই একটা ধারাবাহিক উতরে গেল। কারণ তাদের কাছে আর কোনো বিষয় নেই দেখানোর মতো। বারবার এই অভিযোগ শুনতে রেগে গিয়েছে ধুলোকণা ধারাবাহিকের ভক্তরা।

কিন্তু এবার মিঠাই ধারাবাহিকে বাড়ির বৌমার সামনেই তার শ্বশুরের বিয়ে দেখানো হবে। অবশেষে নিজে দাঁড়িয়ে থেকেই বিয়ে দেবে। তাই এরপরেই ধুলোকণার ভক্তদের প্রশ্ন মিঠাই তাহলে কী করছে?

যদিও মিঠাই ভক্তরা বলছে যে আগে এপিসোড দেখানো হোক। তারপর যদি মিঠাই টপ করে যায় তখন না হয় ঝগড়া করা যাবে। তাদের দাবি ধুলো কণা ধারাবাহিকে তো বিয়ে ঠিক হয় একজনের সঙ্গে আর বিয়ে দেখানো হয় অন্য কারুর সঙ্গে। এদিকে ধুলোকণা ভক্তরা দাবি করছে মিঠাইয়ের নিজের বিয়েটাও এভাবেই হয়েছে।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page