জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai: অবশেষে এলো শুভক্ষণ! ভক্তদের অনুরোধে একসঙ্গে ছবি তুললো মিঠাই আর উচ্ছে বাবু! সব রাগ ভেঙে গেছে, উচ্ছ্বসিত দর্শক

মিঠাই আর উচ্ছে বাবু এই নামদুটো বিনোদন দুনিয়ার দর্শকরা জানে না এমনটা হতে পারে না। এখন প্রতিটি বাঙালি পরিবারের ঘরে ঘরে পৌঁছে গেছে এই দুটো নাম। দর্শকরা কী পরিমাণ ভালোবাসে এই জুটিকে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

আর সেই সঙ্গে আবার রয়েছে মোদক পরিবারের অন্যান্য সদস্যদের সুন্দর অভিনয় ও নানা কীর্তি যেটা সবসময় মাতিয়ে রাখে মনোহরাকে। তার মধ্যেও কোথাও গিয়ে মুখ্য চরিত্র হিসেবে সৌমীতৃষা কুণ্ডু আর আদৃত রায় ছাপিয়ে গেছে সকলকে। দুজনের প্রেম, খুনসুটি দেখতে ভালোবাসে মানুষ। আর তাই বারবার টিআরপিতে সেরার সেরা হয়ে ওঠে মিঠাই রানী।

WhatsApp Image 2022 08 31 at 5.36.18 PM 1

যদিও মাঝখানে এই দুটি ভক্তদের মন খারাপ হয়ে গিয়েছিল কারণ ছড়িয়ে পড়েছিল যে দুজনের ঝামেলা হয়েছে। সেটা যে মিথ্যে নয় সেটা দুজনেই স্বীকার করে নিয়েছিল প্রকাশ্যে। তবে কি কারনে ঝামেলা হয়েছিল সেটা এখনো পরিষ্কার নয়।

সৌমী যদিও জানিয়েছে যে কাজের জন্যই তার সঙ্গে ঝামেলা হয়েছিল নন্দা আর উচ্ছে বাবুর। তবে দর্শকরা অন্য একটা বিষয় ভেবে নিয়েছিল। তাদের মনে হয়েছিল বাস্তবেই হয়তো প্রেম করছে সৌমীতৃষা কুণ্ডু আর আদৃত রায়। আর মাঝখান থেকে দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করেছে নায়িকা কৌশাম্বি চক্রবর্তী।

WhatsApp Image 2022 08 31 at 5.33.22 PM

এই কারণে দর্শকরা বারবার সোশ্যাল মিডিয়ায় নানাভাবে দুজনকে অনুরোধ করেছিল তারা যেন সমস্ত ঝামেলা মিটিয়ে নেয়। কারণ দর্শকদের আশঙ্কা ছিল এর প্রভাব পড়তে পারে পর্দায়। যদিও দুজনেই খুব পোক্ত অভিনেতা সেটা প্রমাণ করে দিয়েছে।

WhatsApp Image 2022 08 31 at 5.36.18 PM 2

তবে এবার দশকদের জন্য একটা বড় সুখবর এলো। একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দুজনকে আবার একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি ধারাবাহিকে মিঠাই আর উচ্ছে বাবুর বিবাহ বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুটিং থেকে দুজনের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দুজন একসঙ্গে দাঁড়িয়ে দর্শকদের জন্য পোজ দিচ্ছে ক্যামেরায়। আর সেটা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ছবি দেখে ভক্তদের মন খুশিতে ভরে উঠেছে।

Nira

                 

You cannot copy content of this page