দীর্ঘদিন লড়াইয়ের পরে আবার মিঠাই প্রথম স্থান ফিরে পেয়েছে টিআরপি রেটিং তালিকায়। এছাড়াও মিঠাই হল ভারতের সবচেয়ে জনপ্রিয় নন ফিকশন চরিত্র, জি ফাইভ বাংলা কিন্তু কিছুদিন আগেই সেটা ঘোষণা করেছিল। আবার মোট ৫২ সপ্তাহ রেটিং তালিকায় প্রথম স্থান মিঠাই পেয়েছে তাই বাংলার সিরিয়ালের ইতিহাসের নতুন রেকর্ড গড়েছে এই ধারাবাহিক। ভবিষ্যতে কোন সিরিয়ালের পক্ষে এই রেকর্ড ভাঙা কিন্তু খুব মুশকিলের রয়েছে।
এ তো গেল পর্দার জনপ্রিয়তার কথা, এবার আসা যাক পর্দা বাইরের জনপ্রিয়তার কথায়। প্রথমে তো উচ্ছে বাবু সন্দেশ বানিয়ে মিঠাই যেমন হৈচৈ ফেলেছিল সেরকমই সেটা বাজারেও যখন চলে আসে হু হু করে বিক্রি হতো। এরপর আবার উচ্ছে বাবু চিকেন অনেকে বানান। উচ্ছে বাবু ফুচকাও চলে এসেছে নিউটাউনে, আবার গন্ধরাজ মোমোকে এখন মিঠাই ভক্তরা উচ্ছে বাবু মোমো বলেই ডেকে থাকে।
এবার এমন একটা জিনিস বাজারে এলো না সেটা দেখে আপনি চমকে যাবেন। মিঠাই ভক্তরা যে মিঠাই কতটা ভালোবাসে এটা তার প্রমাণ। মিঠাই ন্যাকা, মিঠাই অশিক্ষিত এরকম হরেক কথাবার্তা শুনে যেতে হয় মিঠাই ভক্তদের তবুও ভালোবাসা কিছুতেই কমে না।
বর্তমানে পশ্চিমবঙ্গের একটা জিনিসের বেশ চল হয়েছে সেটা হলো আপনি যদি প্রিয়জনদের উপহার দিতে চান তাহলে নিজের পছন্দমত কাস্টমাইজড চকলেট আপনি বানাতে পারেন। বেশ অনেক বছর ধরেই চলছে কিন্তু একদম নতুন যেটা এসেছে সেটা হলো এই চকলেটের প্যাকেজিংটা আপনি নিজের মনের মত করতে পারেন। আপনি নিজের পছন্দমত কোন চরিত্র কোন লাইন বলে দেবেন এবং চকলেট নির্মাতারা সেটা বানিয়ে দেবে আপনাকে চকলেটের প্যাকেট হিসেবে।
সেরকমই কোন ভক্ত সিদ্ধার্থ এবং মিঠাইয়ের ছবি দিয়ে আর একটা সুন্দর ক্যাপশন দিয়ে চকলেটের প্যাকেট বানিয়েছেন। সেই চকলেটের প্যাকেট এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল। অনেকেই খোঁজ করছেন এটা কোথা থেকে বানানো হয়েছে। যারা পশ্চিমবঙ্গের তারা যেকোন এরকম কাস্টমাইজড চকলেট যারা বানায় তাদের সাথে যোগাযোগ করবেন তারা বানিয়ে দেবেন। বাংলাদেশের ক্রেতাদের কথা তো জানা নেই তবে তারা সেখানকার চকলেট বিক্রেতাদের বলতে পারেন।
আপনার মা যদি মিঠাই ভক্ত হয় তাহলে এরকম একটা চকলেট বানিয়ে মা’কে দিন মা ভীষণ খুশি হয়ে যাবে। আপনার গার্লফ্রেন্ড বা বউ মিঠাই দেখে তাহলে তো তাদের খুশি করতে আপনাকে একটু মাত্র চেষ্টা করতে হবে। শুধুমাত্র এই কারণেই মিঠাই সেরা কারণ মানুষের ব্যক্তিগত জীবনেও ছাপ ফেলেছে এই ধারাবাহিক। সকলেই এই ছবি দেখে বলছেন যে চকলেটটা খেয়ে ফেলবো কিন্তু প্যাকেটটা যে ফেলতে পারব না।